চীনের ১শ' জন সাহায্যকারী বিশেষজ্ঞ ও তরুণ স্বেচ্ছাসেবক ১৬ নভেম্বর আফ্রিকার উদ্দেশ্যে যাওয়ার আগে পেইচিং-এ এক অনুষ্ঠানে মিলিত হন।
তাদের এ সম্মিলনী অনুষ্ঠানে চীনের বাণিজ্য মন্ত্রী বো সিলাই বলেছেন, এক বছর আগে, চীনের প্রেসিডেন্ট হু চিন থাও চীন-আফ্রিকা সহযোগিতামূলক ফোরাম সংক্রান্ত পেইচিং শীর্ষ সম্মেলনে চীন-আফ্রিকা সহযোগিতা সংক্রান্ত অনেক ব্যবস্থা জোরদার করার কথা বলেছেন। চীন সরকার পেইচিং শীর্ষ সম্মেলনের প্রতিশ্রুতি কার্যকরের ওপর গুরুত্ব দেয়। এবার চীন ১শ' বিশেষজ্ঞ ও তরুণ স্বেচ্ছাসেবককে আফ্রিকায় পাঠাচ্ছে। তারা কৃষি ব্যবস্থাপনা, নীতি তৈরী, শিক্ষা ও চিকিত্সাসহ বিভিন্ন ক্ষেত্রে আফ্রিকান দেশগুলোকে সাহায্য করবে।
জানা গেছে, চীন আফ্রিকাকে দেয়া প্রতিশ্রুতির মধ্যে এ বছর প্রায় ৫০ শতাংশ সম্পন্ন হয়েছে। (খোং চিয়া চিয়া)
|