v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-11-16 17:07:27    
আগামী প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত মুশাররফ দেশের প্রেসিডেন্ট হিসেবে তার দায়িত্ব পালন করে যাবেন।

cri
    ১৫ নভেম্বর হচ্ছে পাকিস্তানের পার্লামেন্টসহ সরকারের কার্যমেয়াদ শেষ এবং পারভেজ মুশাররফের প্রেসিডেন্ট পদ থেকে ত্যাগের সময়। আগামী প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত মুশাররফ দেশের প্রেসিডেন্ট হিসেবে তার দায়িত্ব পালন করে যাবেন। তবে পাকিস্তানের সুপ্রীস কোটি মুশাররফের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফল সম্পর্কে এখনও কোন প্রকাশ করেনি। জানা গেছে, ১৫ নভেম্বর মুশাররফ সিনেটের স্পীকার মোহামুদ মিয়া সুমরোকে এবারের তত্ত্বাবধায়ক মন্ত্রীসভার প্রধানমন্ত্রী নিয়োগ করেছেন।

    পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ আগামী বছরের ৯ জানুয়ারী সে দেশে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠানের যে ঘোষণা দিয়েছেন তাকে স্বাগত জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিত্সা রাইস। তিনি পাকিস্তানের জরুরি অবস্থা যত দ্রুত সম্ভব প্রত্যাহার করে নেয়ার জন্যও মুশাররফের প্রতি আহ্বান জানিয়েছেন।এদিন রাইস বলেন, মুশাররফের নির্বাচন অনুষ্ঠান সুনিশ্চিত করা উচিত। তিনি সতর্ক করে দিয়ে বলেন, রাজনৈতিক সংকটের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানে তার সাহায্য অব্যাহত রাখবে কিনা সে সম্পর্কে নতুন করে চিন্তাভাবনা করবে।এদিন মুশাররফ জাতীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেছেন, সারা দেশে জরুরি অবস্থা জারি করার উদ্দেশ্য হচ্ছে সন্ত্রাসদমন, দেশের পরিস্থিতি স্থিতিশীল করা এবং সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করা। ১২ নভেম্বর পাকিস্তান পুলিশ বলেছে , পাকিস্তান পিপলস পার্টির নেত্রী বেনজির ভুট্টোকে ১ সপ্তাহের জন্য গৃহবন্দী করা হয়েছে । ১৩ নভেম্বর লংমার্চের ঠিক আগে তাকে দ্বিতীয় বারের মতো গৃহবন্দী করা হলো।

    জরুরি অবস্থা প্রত্যাহার এবং সেনাপ্রধানের পদ থেকে মুশাররফের পদত্যাগের দাবিতে ১৩ নভেম্বর সকালে বেনজির ভুট্টোর নেতৃত্বে তাঁর সমর্থকদের পাকিস্তানের লাহোর থেকে ইসলামাবাদ পর্যন্ত মোটর লংমার্চ করার কথা ছিল । পুলিশ অবশ্য এই কর্মসুচীর ওপর ইতোমধ্যেই নিষেধাজ্ঞা আরোপ করেছে । জানা গেছে, লাহোরে বেনজির ভুট্টোর বাসভবন এখন পাঞ্জাব পুলিশ ঘিরে রেখেছে । পাকিস্তানের পিপলস পার্টি বলেছে , ১৩ নভেম্বরের কর্মসূচী পরিকল্পনা মতো চালানো হবে । পাকিস্তানের তথ্যমন্ত্রী তারিক আজিম বলেন, বর্তমানে সকল মিছিল সমাবেশ বা রাজনৈতিক কর্মসূচীর ওপর নিষেধাজ্ঞা থাকায় ঐ লংমার্চ করতে দেওয়া হবে না ।

     ব্রিটিশ কমনওয়েলথ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা লন্ডনে এক সম্মেলনে সতর্ক করে দিয়ে বলেছেন, ২২ নভেম্বরের আগে পাকিস্তানে জরুরি অবস্থা প্রত্যাহার এবং প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ সেনাপ্রধানের পদ থেকে পদত্যাগ না করলে কমনওয়েলথে পাকিস্তানের সদস্যপদ স্থগিত করে দেওয়া হবে।কেবল পাকিস্তানের চলমান পরিস্থিতি নিয়ে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের এ সম্মেলন অনুষ্ঠিত হয় । সম্মেলনের পর এক প্রেস ব্রিফিংয়ে কমনওয়েলথের মহাসচিব ডন ম্যাককিনোন বলেন, ব্রিটিশ কমনওয়েল্থ পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে সেনাবাহিনী পদ থেকে পদত্যাগ এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ।

    ১৩ নভেম্বর পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ ইসলামাবাদে প্রেসিডেন্ট ভবনে মার্কিন তথ্য মাধ্যমকে দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিত্জা রাইসের উত্থাপিত যত তাড়াতাড়ি সম্ভব জরুরী অবস্থা প্রত্যাহারের অনুরোধ তিনি রাখতে পারছেন না। তিনি বলেন, পার্লামেন্টের সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিশ্চিত করার জন্য জরুরী অবস্থা জারি করা হয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র ডানা পেরিনো ১৪ নভেম্বর বলেছেন, পার্লামেন্ট নির্বাচনের আগে পাকিস্তানকে জরুরী অবস্থা প্রত্যাহার করতে হবে। তা না হলে যুক্তরাষ্ট্র পাকিস্তানের নির্বাচনকে স্বীকৃতি দেবে না।

    পেরিনো পুনরায় জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে স্থায়ী বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখতে ইচ্ছুক। যুক্তরাষ্ট্র আশা করে, পাকিস্তানে গণতন্ত্র কার্যকর হবে এবং সমাজের স্থিতিশীলতা ও সমৃদ্ধি বজায় থাকবে।