চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার চেন চি লি ১৫ নভেম্বর পেইচিংয়ে বলেছেন, চীনের পশ্চিমাঞ্চলে নয় বছরের বাধ্যতামূলক শিক্ষা কার্যক্রম এবং যুব ও বয়স্কদের নিরক্ষরতা দূরীকরণের লক্ষ্য নির্ধারিত সময়ে বাস্তবায়িত হয়েছে।
চেন চি লি বলেন, ২০০৪ সাল থেকে চীনের পশ্চিমাঞ্চল নয় বছরের বাধ্যতামূলক শিক্ষা এবং যুব ও বয়স্কদের নিরক্ষরতা দূরীকরণের কার্যক্রম চালিয়ে আসছে। কেন্দ্রীয় সরকার গ্রামাঞ্চলের বোর্ডিং স্কুল নির্মাণ প্রকল্পের জন্য ১০ বিলিয়ন ইউয়ান রেনমিনপি বরাদ্দ করেছে। এতে মোট ৭০০০টিরও বেশি বোর্ডিং স্কুল নির্মাণ ও সংস্কার করা হয়েছে। ফলপ্রসূভাবে প্রত্যন্ত গ্রামাঞ্চলের ছাত্র-ছাত্রীদের স্কুলে যাওয়ার সমস্যারও সমাধান হয়েছে। ২০০৬ সাল থেকে চীন সরকার পশ্চিমাঞ্চলের গ্রামাঞ্চলে বাধ্যতামূলক শিক্ষারত ছাত্র-ছাত্রীদের শিক্ষার সকল ফি মওকুফ করেছে। চলতি বছরের শরত্কাল থেকে ছাত্রছাত্রীদেরকে বিনামূল্যে পাঠ্যবই সরবরাহ করা হয়েছে। প্রতিটি স্কুলের অর্ধেক ছাত্র-ছাত্রী ভর্তুকিও পেয়েছে।
তা ছাড়া চীন পশ্চিমাঞ্চলের গ্রামাঞ্চলে মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের ছাত্র-ছাত্রীদের আধুনিক দূর শিক্ষণ প্রকল্পও কার্যকর করেছে। এর ফলে পশ্চিমাঞ্চলের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের ছাত্র-ছাত্রীরাও উন্নত শিক্ষালাভে সক্ষম হবেন। (ইয়ু কুয়াং ইউয়ে)
|