ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ১৫ নভেম্বর গাজা অঞ্চলে হামাসের শাসন অবসানে উত্খাতের আহবান জানিয়েছেন ।
এ দিন জর্দান নদীর পশ্চিম তীরের শহর রামাল্লাহ-এ ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণার ১৯তম বার্ষিকী উপলক্ষে এক ভাষণে তিনি এ কথা বলেছেন । ফিলিস্তিনের প্রয়াত সাবেক শীর্ষনেতা ইয়াসির আরাফাতের মৃত্যু বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত স্মৃতিচারণ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উপর হামাস যে গুলি চালিয়েছে , তিনি সে সম্পর্কে বলেছেন , হামাস বল প্রয়োগের মাধ্যমে গাজা নিয়ন্ত্রণ করছে । এতে এ অঞ্চলের ফিলিস্তিনীদের দুঃখ-দুর্দশা আরো বেড়েছে । সুতরাং হামাসকে উত্খাত করতে হবে । (থান ইয়াও খাং)
|