১৫ নভেম্বর চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় প্রথমবারের মতো চীনের রাজনৈতিক দল বিষয়ক শ্বেতপত্র প্রকাশ করেছে ।
জানা গেছে , শ্বেতপত্র চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বহু দলীয় সহযোগিতা ও রাজনৈতিক পরামর্শ ব্যবস্থার সার সংকলন করা হয়েছে এবং চীনের বিপ্লব ও আধুনিকায়নের নির্মাণকাজে এ ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা বিধুত করা হয়েছে ।
শ্বেতপত্রে বলা হয়েছে , চীনের রাজনৈতিক দলগত ব্যবস্থা হচ্ছে চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বহু দলীয় সহযোগিতা ও রাজনৈতিক পরামর্শ বিষয়ক ব্যবস্থা । বিশ্বের রাজনৈতিক দলগত ব্যবস্থার বিষয়ে তার বেশ কিছু বৈশিষ্ট্য আছে । তা পাশ্চাত্য দেশগুলোর দুই দলীয় ও বহু দলীয় প্রতিদ্বন্দ্বিতা ব্যবস্থা থেকে কিছুটা আলাদা।
শ্বেতপত্রে আরো বলা হয়েছে , চীনের কমিউনিস্ট পার্টি বিভিন্ন গণতান্ত্রিক পার্টির সঙ্গে মিলে বহু দলীয় সহযোগিতা ও রাজনৈতিক পরামর্শ ব্যবস্থা সম্প্রসারিত করবে এবং ভবিষ্যতে তা আরো পূর্ণাঙ্গ করে তুলবে ।(থান ইয়াও খাং)
|