পাকিস্তানের অবনতিশীল পরিস্থিতিতে আফগানিস্তানে মার্কিন বাহিনীর পণ্য সরবরাহে বাধা সৃষ্টি হওয়ায় মার্কিন বাহিনী এ ব্যাপারে জরুরী পরিকল্পনা প্রণয়নের কথা ভাবছে । মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জিউফ মোরেল ১৪ নভেম্বর পেন্টাগনে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেছেন ।
তিনি বলেন , বর্তমানে আফগানিস্তানে মার্কিন বাহিনীর ৭৫ শতাংশ পণ্য পাকিস্তানের স্থল অথবা বিমান পথে পাঠানো হচ্ছে । তিনি বলেন , এ পর্যন্ত মার্কিন বাহিনীর পণ্য সরবরাহে লোকসানের কোন লক্ষণ দেখা যায় নি । তারপরও এ ব্যাপারে পরিকল্পনা প্রণয়ন করা জরুরী হয়ে পড়েছে । (থান ইয়াও খাং)
|