২০০১ সালে তিব্বত উন্নয়ন তহবিল গরীব ছাত্রছাত্রীদের লেখাপড়া সহায়তা কর্মসূচী চালু করার পর এ পর্যন্ত ২২ লাখ ছাত্রছাত্রী ৯ লাখ ইউয়ানেরও বেশি অর্থ সাহায্য পেয়েছে ।
এ বছর তিব্বত উন্নয়ন তহবিলের উদ্যোগে গরীব ছাত্রছাত্রীদের লেখাপড়া সহায়তার কর্মসূচী বিভিন্ন ক্ষেত্রের ব্যাপক সাহায্য ও সমর্থন পেয়েছে । তিব্বত উন্নয়ন তহবিল ৯৯জন গরীব ছাত্র ছাত্রীকে ২.১ লাখ ইউয়ান শিক্ষার ফি হিসেবে সাহায্য করেছে ।
জানা গেছে , তিব্বত উন্নয়ন তহবিল প্রতিষ্ঠিত হবার পরবর্তী ২০ বছরে তিব্বতের চিকিত্সা ও স্বাস্থ্য রক্ষা ব্যবস্থা উন্নত করা , গরীব ছাত্রছাত্রীদের লেখাপড়ায় সহায়তা করা এবং দারিদ্র্য দূরীকরণের জন্য মোট ২০ কোটি ইউয়ানেরও বেশি অর্থ সংগ্রহ করা হয়েছে । এ কর্মসূচীর পরিচালনায় তিব্বতের পার্শ্ববর্তি কানসু , ছিংহাই , সিছুয়ান ও ইউননান প্রদেশের তিব্বতী জাতি অধ্যুষিত অঞ্চলগুলো উপকৃত হয়েছে । (থান ইয়াও খাং)
|