হোয়াইট হাউসের মুখপাত্র ডানা পেরিনো ১৪ নভেম্বর বলেছেন, পার্লামেন্ট নির্বাচনের আগে পাকিস্তানকে জরুরী অবস্থা প্রত্যাহার করতে হবে। তা না হলে যুক্তরাষ্ট্র পাকিস্তানের নির্বাচনকে স্বীকৃতি দেবে না।
পেরিনো পুনরায় জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে স্থায়ী বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখতে ইচ্ছুক। যুক্তরাষ্ট্র আশা করে, পাকিস্তানে গণতন্ত্র কার্যকর হবে এবং সমাজের স্থিতিশীলতা ও সমৃদ্ধি বজায় থাকবে।
জানা গেছে, ১৪ নভেম্বর পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ বৃটিশ স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন, পাকিস্তানের ন্যাশনাল পার্লামেন্ট নির্বাচন ও প্রাদেশিক পার্লামেন্ট নির্বাচন জরুরী অবস্থার মধ্যেই অনুষ্ঠিত হবে। (লিলি)
|