v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-11-15 18:53:05    
লিয়াওনিন প্রদেশের কৃষকরা বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে ধনী হওয়ার চেষ্টা চালাচ্ছে

cri
    গ্রামাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা বাড়ানো হচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে চীনের বিভিন্ন অঞ্চলের একটি অত্যন্ত গুরুত্বর্পূণ কাজ। সম্পত্রি চীন আন্তর্জাতিক বেতারের নিজস্ব সংবাদদাতা লিয়াওনিন প্রদেশে সাক্ষাতকার নেয়ার সময় লক্ষ্য করেছেন যে, সেখানকার কৃষকরা বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে ধনী হওয়ার চেষ্টা চালাচ্ছে। এখন তার লেখা রিপোর্টটি পড়ে শোনাবো।

    লিয়াওনিন প্রদেশচীনের উত্তর-পূর্ব অঞ্চলে অবস্থিত। শীতের সময় এখানে দক্ষিণ চীনের তুলনায় দীর্ঘ। সুতরাং শীতের দিনে কৃষকদের হাতে প্রায় কাজ থাকতো। জনহুয়াসি নামে একটি গ্রামটিকয়েক বছর আগেও সেনইয়াং শহরের উপকন্ঠের একটি অত্যন্ত গরীব গ্রাম ছিল। সেনইয়াং থেকে হুশিয়েন পযর্ন্ত মহাসড়ক নির্মাণের পর এই গ্রামের কৃষকরা শীতকালেও ব্যস্ত হয়ে উঠেছেন। তারা শুধু শাকসবজির ব্যবসা করতে ব্যস্ত থাকেন তাই নয় অবসর সময়ে বিজ্ঞান ও প্রযুক্তিগত জ্ঞান শিখার জন্যে নানা ধরনের প্রশিক্ষণ কোর্সে অংশ নিচ্ছেন। সাক্ষাত্কারে এই গ্রামের কৃষক সু ডে ছেন বলেন, কৃষকদের বিজ্ঞান পদ্ধতিতে চাষাবাদ এবং বিজ্ঞান ও প্রযুক্তিব্যবহার করে ধনী হতে উত্সাহিত করার জন্যে শীতকালে নানা ধরনের প্রশিক্ষণ কোর্সেরআয়োজন করা হয়। তিনি বলেন,

    থানার একটি সভাকক্ষে এ সব প্রশিক্ষণ কোর্স আয়োজন করা হয়। সেখানে কৃষকরা সামুদ্রীক জীব ও উদ্ভিদের চাষ সম্পর্কিত জ্ঞানঅর্জন করতে পারেন। প্রতি বছর থানা বেশ কয়েক বান এ ধরনের প্রশিক্ষণ কোর্স আয়োজন করে । মাঝে মাঝে শিক্ষাদানের জন্যে বিশ্ববিদ্যালয়ের অধাপককেও আমন্ত্রণ জানানো হয়।

    বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়ে উত্পাদন বৃদ্ধি ও আয় বাড়ানোর ব্যবপারে লিয়াওনিন প্রদেশের কৃষকরা এখন এক মত । তারা এখন ভাবছে যে , ফসলকে কীভাবে দ্রুত বাজারে সরবরাহ করা যায় । সু ডে ছেন বলেন, অতীতে ভুট্টা সহ সব ফসল বছরে মাত্রএক বার বপন করা হতো। এখন বাজারের চাহিদা অনুযায়ী নতুন উপায় প্রয়োগের চেষ্টাও চালানো হচ্ছে। তিনি বলেন,

    যেমন ধরুন, বসন্তের শুরুতে ভুট্টার পরিপক্কতার মেয়াদ সীমিত। এই পরিপক্কতার মেয়াদ মাত্র ৫ দিন থেকে ১০ দিন পযর্ন্ত। সুতরাং এখন কয়েক দিন পর পর বীজ বপন করা হয়। এর ফলে বাজারে নিয়মিতভাবে ভুট্টা সরবরাহ কার যায়।

    তা ছাড়া , সাম্প্রতিক বছরগুলোতে লিয়াওনিন প্রদেশের কৃষকরা নানা ধরনের কৃষিজাত দ্রব্যেরপ্রক্রিয়করণ শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন। সেনইয়াং শহরের উত্তর উপকন্ঠে অবস্থিত একটি দুধ কোম্পানিতে যে পরিমাণ দুধ উত্পাদন করা হয় তার পরিমাণ গোটা লিয়াওনিন প্রদেশের সংগৃহীত দুধের অর্ধেক। এই কোম্পানির উপ মহা পরিচালক চৌ হাই সেন বলেন, চারপাশের কৃষকদের গাভী পালনের ব্যাপারে প্রশিক্ষণ দেয়ার পর কেবল মাত্র কৃষকদেরকে পুরাতন পদ্ধতির পরিবর্তন হয়েছে তাই নয় শিল্পপ্রতিষ্ঠানের উন্নতিও অর্জিত হয়েছে। তিনি বলেন,ৱ

     সেনইয়াং শহরের চারপাশে গাভী পালনের খামার ব্যপকভাবে সম্প্রসারিত হয়েছে। ২০০২ সালের আগে মাত্র ৮০০০ টি গাভী ছিল , এখন গাভীর সংখ্যা৮০ হাজারে দাঁড়িয়েছে। গাভী পালনকারী চাষকারী সদস্যের সংখ্যা ২০ হাজার হয়েছে।

    কৃষকদের বস্তুগত জীবনের ব্যবস্থা উন্নত করার পাশাপাশি লিয়াওনিন প্রদেশের বিভিন্ন পর্যায়ের সরকার সাংস্কৃতিক দিকে বিশেষভাবে মনোযোগ দিচ্ছে। এখন অনেক গ্রামে লাইব্রেরিও বল খেলার মাঠ সহ বিভিন্ন অবকাঠামো

   নির্মান করা হয়েছে।