১৪ নভেম্বর পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ তাঁর বিদায় উপলক্ষে আয়োজিত এক অর্ভ্যথনা অনুষ্ঠানে পাক-চীন সম্পর্কের প্রশংসা করেছেন।
তিনি বলেছেন, চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ন সম্পর্ক হল পাকিস্তানের ক্ষমতাসীন ও বিরোধী দলগুলোর অভিন্ন মতৈক্য। দু'দেশের সম্পর্কের ইতিহাস থেকে দেখা গেছে, পাকিস্তান ও আন্তর্জাতিক পরিস্থিতির পরিবর্তন হলেও, দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর তার কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। তিনি বিশ্বাস করেন, সময়ের পরীক্ষায় উত্তীর্ণ পাক-চীন সম্পর্ক আগামী দিনগুলোয় আরো উন্নত হবে। তিনি বলেছেন, তার পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময় দু'দেশের মধ্যে অনেক ঐতিহাসিক অগ্রগতি অর্জিত হয়েছে। তিনি মনে করেন, চীনের অর্থনীতি উন্নত ও রাজনীতি স্থিতিশীল। তিনি আশা করেন, চীন দেশ প্রশাসনের অভিজ্ঞতা, সংস্কার এবং উন্নয়নের সাফল্যে উজ্জিবাত হবে। তিনি আরো বলেছেন, তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পরও অব্যাহতভাবে পাক-চীন সম্পর্ক উন্নয়নে কাজ করে যাবেন।
পাকিস্তানে চীনের রাষ্ট্রদূত লুও চাওহুই পাকিস্তানের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে অবদান রাখার জন্য আজিজের প্রশংস করেছেন। তিনি চীন সরকার ও জনগণের পক্ষ থেকে আজিজকে চীন-পাকিস্তান সম্পর্কের ওপর গুরুত্ব আরোপ ও উন্নয়নে জন্য ধন্যবাদ জানিয়েছেন। (ছাই ইউয়ে)
|