চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ও রাষ্ট্রীয় পরিষদের মহাসচিব হুয়া চিয়ান মিন বলেছেন, চীন জরুরী অবস্থা মোকাবিলার কাজ আরও জোরদার করবে। যাতে সার্বিকভাবে সর্বমুখী সমাজ নির্মাণে সুষম ও স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা যায়।
সম্প্রতি পেইচিং-এ আয়োজিত এক সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে, চীনের জরুরী অবস্থা মোকাবিলার কাজে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। জরুরী অবস্থা মোকাবিলার লক্ষ্যে পূর্বসতর্কবাণী প্রদান ও প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ফলে আপত্কালীণ ঘটনার সময় মানুষের জীবন, সম্পদ ও গণ নিরাপত্তা সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করা সম্ভব হবে।
তিনি জোর দিয়ে বলেন, বিভিন্ন পর্যায়ের সরকারের জরুরী অবস্থা মোকাবিলা ব্যবস্থাকে পূর্ণাঙ্গকরণের মাধ্যমে দ্রুত এ ব্যবস্থার মাধ্যমে উন্নয়ন ও পূর্বসতর্কবাণী প্রদান ব্যবস্থা কার্যকর করা হবে। (খোং চিয়া চিয়া)
|