চীন বিশ্ব সাংস্কৃতিক উত্তরাধিকার সম্পদ রক্ষার ওপর যথেষ্ট গুরুত্ব দিচ্ছে । চীন সরকার এ সম্পর্কে বেশ কয়েকটি আইনবিধি ও নিয়ম প্রকাশ করেছে এবং সাংস্কৃতিক সম্পদ গ্রহনকারী স্থানসহ তিন পর্যায়ের সংরক্ষণ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে ।
১৪ নভেম্বর চীনের জাতীয় পুরাকীর্তি ব্যুরোর উদ্যোগে কান সু প্রদেশের তুন হুয়ান শহরে সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণ সম্পর্কিত একটি অধিবেশন অনুষ্ঠিত হয়। দেশের বিশটিরও বেশি বিশ্ব সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা অধিবেশনে সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণের অভিজ্ঞতা বিনিময় করেছেন । জানা গেছে , বিশ্ব সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণের তত্ত্বাবধান ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ২০০৬ সালে চীন সরকার বিশ্ব সাংস্কৃতিক সম্পদের সংরক্ষণ তত্ত্বাবধান বিধি প্রকাশ করে । এ বিধিতে বিশ্ব সাংস্কৃতিক উত্তরাধিকারভুক্ত সম্পদ তত্ত্বাবধানের নিয়ম , দায়িত্ব ও পদ্ধতি বিস্তারিতভাবে নির্ধারণ করা হয়েছে । সম্প্রতি জাতীয় পুরাকীর্তি সংরক্ষণ ব্যুরো বিশ্ব সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণ তত্ত্বাবধান সংক্রান্ত একটি বিধি প্রকাশ করবে ।
১৯৮৬ সালে চীন সরকার আনুষ্ঠানিকভাবে ইউনেস্কোর কাছে চীনের সাংস্কৃতিক সম্পদ বিশ্ব সাংস্কৃতিক উত্তরাধিকারের তালিকায় অন্তর্ভুক্তির জন্য আবেদন জানায় । আজ পর্যন্ত চীনের মোট ৩৫টি সাংস্কৃতিক সম্পদ বিশ্ব উত্তরাধিকার তালিকার অন্তর্ভুক্ত হয়েছে।
|