চীনে বিদেশী ব্যাংকের প্রথম গ্রামিণ আর্থিক সংস্থা এইচ -এস-বি-সি গ্রামীণ ব্যাংক আগামী মাসের হুপেই প্রদেশের সুইচৌয়ে চালু হবে । সিটিব্যাংক ও স্ট্যান্ডাড চাটার ব্যাংকসহ অন্যান্য বিদেশী ব্যাংকও গ্রামাঞ্চলে তাদের শাখা ব্যাংক প্রতিষ্ঠার ইচ্ছা প্রকাশ করেছে ।
জানা গেছে , এইচ-এস-বি-সি গ্রামীন ব্যাংক প্রধানতঃ কৃষক ও কৃষিজাত পণ্য সরবরাহ সংস্থা এবং রপ্তানিকারী সংস্থাকে সেবা প্রদানকরবে । এ ব্যাংক কৃষক ও গ্রামীন শিল্পপ্রতিষ্ঠানগুলোর আমানত গ্রহণ ও ঋণ দেয়া ছাড়াও আমদানি ও রপ্তানি কাজে সাহায্য দেবে ।
চীনের সমাজবিজ্ঞান একাডেমীর গ্রামীণ উন্নয়ন গবেষণাগারের উপপ্রধান তু সিয়াও সান বলেন , চীনের গ্রামীণ বাজারের বিরাট সুপ্ত শক্তি বিদেশী ব্যাংকগুলোর গ্রামাঞ্চলে প্রবেশের প্রধান কারণ । চীনের অর্থনীতির দ্রুত প্রসারের সঙ্গে সঙ্গে গ্রামাঞ্চলের আর্থিক বাজার অবশ্যই আরো প্রসারিত হবে ।
বিশেষজ্ঞদের মতে , বিদেশী ব্যাংকগুলোর গ্রামীন বাজারে প্রবেশ চীনের ব্যাংকগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়াবে । চীনের ব্যাংকগুলোও গ্রামীঞ্চলে তাদের ভূমিকা রাখবে ।
|