প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন, এখন শুরু হচ্ছে সাপ্তাহিক বিশেষ অনুষ্ঠান "অর্থনীতির অগ্রযাত্রা", পরিবেশন করছি আমি আবাম ছালাউদ্দিন।
গত সেপ্টেম্বর মাসে ১৬তম উরুমছি বৈদেশিক আর্থ-বাণিজ্যিক আরোচনা সভা চীনের সিনচিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী উরুমছি শহরে অনুষ্ঠিত হয়েছে। প্রতি বার উরুমছি বৈদেশিক আলোচনা সভায় প্রচুর দেশী ও বিদেশী ব্যবসায়ী অংশ নেয়ার আকর্ষণ করা হয়। এটি উত্তর-পশ্চিম চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আর্থ-বাণিজ্যিক আলোচনা সভায় পরিনত হয়েছে। এবারের অনুষ্ঠানে আমি আপনাদের কাছে এ সম্পর্কে কিছু কথা বলবো।
সিনচিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চল উত্তর-পশ্চিম চীনের সীমান্তে অবস্থিত। সিচিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের আয়তন ১৬লাখ কিলোমিটারেরও বেশি এবং রাশিয়া, কাজাখস্তান, পাকিস্তান ও ভারতসহ আটটি দেশের সঙ্গে সংযুক্ত। এটি হল চীনের সীমা-রেখা সবচেয়ে লম্বা ও বৈদেশিক বন্দর সবচেয়ে বেশি অঞ্চল। সিনচিয়াংয়ের রাজধানী উরুমছি হল পশ্চিম চীনের বিশ্বমূখী উন্মুক্ত গুরুত্বপূর্ণ বন্দর। উরুমছি শহরের বৈদেশিক অর্থনীতি সমৃদ্ধ। উরুমছি শহরের মেয়র নেইমু ইয়াসেন বলেছেন,
(রে ১)
'উরুমছির ভৌগোলিক স্থান ভিষণ গুরুত্বপূর্ণ। মধ্য এশিয়ার বহু ব্যবসায়ী উরুমছিতে এসে ব্যবসা করেন। চীনের অভ্যন্তরভাগের বহু শিল্পপতি উরুমছি শহরে দৈনদ্দিন ভোগ্য পণ্যের ব্যবসা করেন। গত বছরে উরুমছির আমদানি ও রফতানির পরিমাণ মোট ৪.৫ বিলিয়ন মার্কিন ডলার। যা গত বছরের একই সময়ের তুলনায় শতকরা ১৫ ভাগ বেশি।'
সুষ্ঠু ভৌগোলিক সুযোগে উরুমছি বৈদেশিক আর্থ-বাণিজ্যিক আলোচনা সভা দ্রুত উন্নত হচ্ছে। আগের ১৫তম উরুমছি বৈদেশিক আর্থ-বাণিজ্যিক আলোচনা সভায় মোট ৭০টিরও বেশি দেশ ও অঞ্চলের এক হাজারেরও বেশি শিল্প-প্রতিষ্ঠান অংশ নেয় এবং বাণিজ্যের পরিমাণ ১৯.৬ বিলিয়ন মার্কিন ডলার। এবারের উরুমছি আর্থ-বাণিজ্যিক আলোচনা সভার ব্যাপকতা বৃহত্তম। প্রদশর্ন ক্ষেত্রের আয়তন ৩০ হাজার বর্গ কিলোমিটারেরও বেশি। রাশিয়া, কাজাখস্তান, সিঙ্গাপুর, ভারত, অস্ট্রেলিয়া, ইরান ও দক্ষিণ কোরিয়ার এক হাজারেরও বেশি বিদেশী ব্যবসায়ী এবারের আলোচনা সভায় অংশ নিয়েছে।
উরুমছি বৈদেশিক আর্থ-বাণিজ্যিক আলোচনা সভার পরিচালনা কমিটির উপ পরিচালক চাং ইয়ে বলেছেন, উরুমছি বৈদেশিক আর্থ-বাণিজ্যিক আলোচনা সভার ব্যাপকতা হল উত্তর-পশ্চিম চীনের বৃহত্তম। তিনি আরো বলেছেন,
(রে ২)
'১৫ বছরের মধ্যে, উরুমছি বৈদেশিক আর্থ-বাণিজ্যিক আলোচনা সভা ক্রমাম্বয়ে উত্তর-পশ্চিম চীন ও মধ্য এশিয়ার ব্যাপকতা বৃহত্তম ও প্রভাবশালী বহুমূখী আন্তর্জাতিক আর্থ-বাণিজ্যিক সভায় পরিনত হয়েছে। এটি হল চীন বিশ্বের বিভিন্ন দেশ বিশেষ করে মধ্য, পশ্চিম ও দক্ষিণ কোরিয়ার দেশগুলোর সঙ্গে আর্থ-বাণিজ্যিক যোগাযোগের গুরুত্বপূর্ণ সেতু।'
বহু মধ্য-এশিয়ার বাজারে প্রবেশ করতে চাওয়ার চীনের শিল্প-প্রতিষ্ঠান উরুমছি বৈদেশিক আর্থ-বাণিজ্যিক আলোচনা সভায় ইতিবাচকভাবে অংশ নেয়। এরমধ্যে বহু যন্ত্র উত্পাদিত শিল্প-প্রতষ্ঠান অন্তর্ভূক্ত রয়েছে। এ কোম্পানির একজন দায়িত্ববান কর্মকর্তা চু চিয়ানচিয়াং বলেছেন, তাঁদের শিল্প-প্রতিষ্ঠান প্রধানত প্ল্যাস্টিক উত্পাদিত যন্ত্র উত্পাদন করেন। তিনি চিয়াহাও কোম্পানি এবারের সভায় অংশ নেয়ার লক্ষ্য সম্পর্কে বলেছেন,
(রে ৩)
'আমরা ষষ্ঠ বার এ সভায় অংশ নেই। আমি বিদেশী ব্যবসায়ীদের সঙ্গে অনেক স্বাক্ষাত্ করেছি। যেমন, কাজাখস্তান, তাজিখস্তান ও রাশিয়ার ব্যবসায়ীরা। আমাদের প্রধান লক্ষ্য হল মধ্য এশিয়া। এ বছরে আমরা মধ্য এশিয়ার সঙ্গে বাণিজ্যের পরিমাণ প্রায় ২ কোটি ইউয়ান রেনমিনপি।'
যন্ত্র ছাড়াও, চীনের হালকা শিল্পের পণ্যদ্রব্য উরুমছি বৈদেশিক আলোচনা সভায় দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। চেচিয়াং প্রদেশের হুয়াতং কোম্পানি হল এটি বাইরে বিনোদন স্থাপনা উত্পাদিত একটি শিল্প-প্রতিষ্ঠান। এ কোম্পানি প্রধানত পার্কের স্থাপনা ও ব্যায়াম সম্পর্কে স্থাপনা উত্পাদন করে। সিনচিয়াং উইগুল জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলে এ কোম্পানির কার্যকরের ম্যানেজার লি স্যিউজুয়ান বলেছেন, তাঁরা প্রধানত মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে সহযোগিতা করেন। এবারের সভায় তাঁদের বাণিজ্যের পরিমাণ ১০লাখেরও বেশি রেনমিনপি ছিল। তিনি সাংবাদিকদের কাছে বলেছেন, তাঁরা উপকরণ ও পণ্যদ্রব্যের নিরাপত্তার ওপর অনেক গুরুত্ব দেন। তিনি আরো বলেছেন,
(রে ৪)
'আমাদের বিনোদন স্থাপনা উত্পাদিত সবগুলো উপকরণ হল পরিবেশ সুরক্ষার প্ল্যাস্টিক। আমরা উত্কৃষ্ট উপকরণ আমদানি করে চীনের চেচিয়াং প্রদেশে স্থাপনা উত্পাদন করি। আমরা সবগুলো পণ্যদ্রব্যের জন্য বীমা কেনেছি। যদি কোনো কোনো স্থাপনা সমস্যা হয়, তাহলে বীমা কোম্পানি ক্ষতি পুরণ করবে। আমরা নিরাপত্তার ওপর বহু গুরুত্ব দেই।'
মধ্য এশিয়ায় বাণিজ্য উন্নয়নের জন্য অনেক বিদেশী কোম্পানি উরুমছি বৈদেশিক আর্থ-বাণিজ্যিক আলোচনা সভা একটি সুযোগ হিসেবে অংশ নেয়। দক্ষিণ কোরিয়ার সীহান কোম্পানি হল পরিবেশ সুরক্ষা সম্পর্কিত পণ্যদ্যব্য উত্পাদিত একটি কোম্পানি। এ কোম্পানি আশা করে, উরুমছি বৈদেশিক আর্থ-বাণিজ্যিক আলোচনা সভার মাধ্যমে মধ্য-এশিয়ায় বিক্রীর নেট প্রতিষ্ঠা করবে। সীহান কোম্পানির ম্যানেজার জাসন পার্ক বলেছেন,
(রে ৫)
'আমি দ্বিতীয় বার সিনচিয়াং উইগুল জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলে এসেছি। সিনচিয়াংয়ের হল চীনের একটি ভৌগোলিক গুরুত্বপূর্ণ অঞ্চল। বিশেষ করে উরুমছি বৈদেশিক আর্থ-বাণিজ্যিক আলোচনা সভা হল এ অঞ্চলের কেন্দ্রিয় প্রদর্শন। সীহান কোম্পানি হল চীনে পানি পরিষ্কার স্থাপনা উত্পাদিন প্রতিনিধিমূলক শিল্প-প্রতিষ্ঠান। সীহান কোম্পানি ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়। এখন সীহান কোম্পানি উত্তর-পশ্চিম চীনের বাজারে সুষ্ঠুভাবে উন্নত হচ্ছে। আমরা আশা করি, আমাদের কোম্পানি এবারের সভার মাধ্যমে আরো দ্রুত উন্নত হবে।'
উরুমছি বৈদেশিক আর্থ-বাণিজ্যিক আলোচনা সভা দেশী ও বিদেশী শিল্প-প্রতিষ্ঠানগুলোকে যোগাযোগের সুযোগ সরবরাহ করেছে। এবারের পাঁচ দিনব্যাপী উরুমছি বৈদেশিক আর্থ-বাণিজ্যিক আলোচনা সভায় দেশী ও বিদেশী ব্যবসায়ীদের মধ্যে ১৯.৮ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করেছে। দেশী ব্যবসায়ীদের মধ্যে প্রায় ২০ বিলিয়ন ইউয়ান মার্কিন ডলারের বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করেছে।
সিনচিয়াং উইগুল জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের ভাইস চেয়ারম্যান হু ওয়ে বলেছে, প্রতিবেশী দেশগুলোর মধ্যে যোগাযোগ ও সহযোগিতা জোরদারের প্ল্যাটফর্ম হিসেবে উরুমছি বৈদেশিক আর্থ-বাণিজ্যিক আলোচনা সভার আঞ্চলিক বৈশিষ্ট্য স্পষ্ট থেকে স্পষ্টতর ও আকর্ষণ শক্তি বিপল থেকে বিপলতর হচ্ছে। তিনি আরো বলেছেন, ভবিষ্যতে সিনচিয়াং অবকাঠামো নির্মাণ জোরদার করবে ও নতুন প্রদর্শনী কেন্দ্র নির্মাণ করবে। যাতে আরো উত্কৃষ্ট সেবা দিয়ে বিদেশী ব্যবসায়ীদেরকে অংশ নেয়ার আকর্ষণ করা যায়।
|