বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক পাস্কাল লামি ১৪ নভেম্বর জেনেভায় বলেছেন, বিশ্ব বাণিজ্য সংস্থা উন্নয়নশীল দেশগুলোর সদস্যদের সামর্থ্য জোরদারে প্রচেষ্টা চালাতে আগ্রহী।
বিবৃতিতে বলা হয়েছে , আগামী সপ্তাহে অনুষ্ঠেয় বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য দেশগুলোর মন্ত্রী পর্যায়ের সম্মেলনে উন্নয়নশীল সদস্য দেশগুলোকে বাণিজ্যিক সাহায্য করাসহ বিভিন্ন ক্ষেত্রের সমস্যা নিয়ে আলোচনা করবে। একই সঙ্গে এর নির্দিষ্ট রোডম্যাপও নির্ধারণ করা হবে।
লামি বলেন, বাণিজ্যিক সাহায্য করার উদ্দেশ্য হচ্ছে উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য উন্নয়নের বাধাকে দূরীভুত করা ।অনেক উন্নয়নশীল সদস্য দেশ প্রয়োজনীয় মৌলিক স্থাপনা , অর্থ এবং প্রযুক্তির অভাবের কারণে বাণিজ্যিক সুযোগ নষ্ট হয়েছে। এ জন্য উন্নয়নশীল দেশগুলোর সদস্যদের সামর্থ্যকে আরো জোরদার করা উচিত।--ওয়াং হাইমান
|