পূর্ব সাগর বিষয়ক চীন-জাপান একাদশ সংলাপ ১৪ নভেম্বর টোকিওতে শুরু হয়েছে । চীনের পররাষ্ট্র মন্ত্রণালযের এশিয়া বিভাগের মহাপরিচালক হু ছেং ইয়াও এবং জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্রশান্ত মহাসাগর বিভাগের প্রধান সাসেই কেনিছিরোর নেতৃত্বে দু'দেশের প্রতিনিধি দল এ সংলাপে অংশ নিচ্ছে ।
উভয় পক্ষ পূর্ব সাগরের সম্পদের যৌথ উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেছে । সংলাপে চীন বন্ধুত্বপূর্ণ সংলাপের মাধ্যমে মতবিরোধ নিরসন এবং যৌথ উন্নয়ন বাস্তবায়নের সদিচ্ছা প্রকাশ করেছে । চীন দু'দেশের নেতৃবৃন্দের মধ্যে স্বাক্ষরিত ৫টি মতৈক্য অনুযায়ী অব্যাহতভাবে সংলাপের প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে এবং পূর্ব সাগরের স্থিতিশীলতা রক্ষা ও যৌথ উন্নয়ন বাস্তবায়নের জন্য গঠনমূলক প্রচেষ্টা চালাবে ।(থান ইয়াও খাং)
|