এ বছরের প্রথম ন'মাসে চীনে সালফার ডাই-অক্সাইড ও অন্যান্য বর্জ্য পদার্থ নিঃসরণের পরিমাণ হ্রাস পেয়েছে ।
চীনের রাষ্ট্রীয় পরিবেশ সুরক্ষা ব্যুরোর মহাপরিচালক চৌ সেন সিয়ান ১৪ নভেম্বর মধ্য চীনের চেন চৌ শহরে চীনের নদ-নদীর দূষণ প্রতিরোধ বিষয়ক এক সম্মেলনে এ কথা বলেছেন ।
খবরে প্রকাশ , এ বছরের প্রথম ন' মাসে চীনের সালফার ডাই-অক্সাইড ও অন্যান্য বর্জ্য পদার্থ নিঃসরণের পরিমাণ গত বছরের অনুরূপ সময়ের তুলনায় আলাদা আলাদাভাবে ১.১৮ ও ০.২৮ শতাংশ কমেছে ।
তিনি বলেন , পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী , ২০১০ সালের মধ্যে চীনের প্রধান বর্জ্য পদার্থ নিঃসরণের পরিমাণ ২০০৫ সালের তুলনায় ১০ শতাংশ কমে যাওয়ার কথা । এ বছর থেকে চীনে বর্জ্য পদার্থ নিঃসরণ কমানোর কাজ আরো জোরদার হয়েছে । কয়লা-চালিত বিদ্যুত্ কেন্দ্রের দূষিত পদার্থ কমানোর কাজ দ্রুততর করা হয়েছে এবং অধিক দূষিত পদার্থ নিঃসৃত শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ করার ব্যবস্থা নেয়া হয়েছে । (থান ইয়াও খাং)
|