উত্তর-দক্ষিণ কোরীয়ার বিভক্ত পরিবার পরিজনের ইন্টারনেটের মাধ্যমে দু'দিনব্যাপী সপ্তম পুনর্মিলন১৪ নভেম্বর শুরু হয় । উভয় দেশের যার যার ৩৯টি পরিবারের ৫ শো জনেরও বেশি সদস্য এবারের পুনর্মিলনে অংশ নিয়েছে ।
এ দিন পিয়ংইয়ং-এর ১০টি আর সিউলের ১৩টি ইন্টারনেট কক্ষের মাধ্যমে উভয় পক্ষের বিভক্ত পরিবার পরিজনের কথাবার্তা হয় । এদের মধ্যে দক্ষিণ কোরীয়ার ১০২ বছরের বৃদ্ধ ও উত্তর কোরীয়ার ৮২ বছরের বৃদ্ধহলো সবচেয়ে জেষ্ঠ্যতম ।
২০০৫ সালের ১৫ আগস্ট উভয় পক্ষের বিভক্ত পরিবার পরিজনের ইন্টারনেটে প্রথম পুনর্মিলন শুরু হওয়ার পর উভয় পক্ষের মধ্যে ৭বার এ ধরনের পুনর্মিলনের আয়োজন করা হয় । ফলে ৫১৮টি পরিবারের ৩ হাজার ৭ শো জনেরও বেশি সদস্য পুনর্মিলনে সক্ষম হলো । (থান ইয়াও খাং)
|