১৩ নভেম্বর জাতিসংঘের বিশেষ দূত জ্যান এলিয়াসন লিবিয়ার বন্দর শহর সির্তেয় বলেছেন, তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোকে দারফুর সমস্যা নিয়ে যথাযথ তথ্য দিয়েছেন। তিনি আশা করেন, যৌথ প্রচেষ্টার মাধ্যমে সির্তেয় সুদানের দারফুর সমস্যা নিয়ে শান্তি আলোচনায় সাফল্য আসবে।
এলিয়াসন বলেন, শান্তি আলোচনার প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি আশা করেন, সরকার ও বিরোধী দল শান্তি আলোচনায় যত দ্রুত সম্ভব অংশ নেবে।
তিনি আরো বলেন, দারফুরে সরকার দল বিরোধী দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন দল ডিসেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে এই শান্তি আলোচনায় অংশ নেবে বলে তিনি ধারণা করেন।(লিলু)
|