চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়ে ছি ১৩ নভেম্বর ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের তেহরানের প্রেসিডেন্টের ভবনে সাক্ষাত্ করেছেন।
ইয়াং চিয়ে ছি তাঁকে বলেছেন, ইরানের চীনের সম্পর্ক গুরুত্বপূর্ণ। চীন শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচ নীতির ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক সামনে এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক।
মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, ইরান চীনের সঙ্গে দীর্ঘকালীণ বন্ধুত্বপূর্ণ সহযোগিতার সম্পর্ক বজায় রেখেছে। ইরান আশা করে, দু'পক্ষের বিনিময় আরও জোরদার হবে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত থাকবে।
ইরানের পরমাণু ইস্যু নিয়ে ইয়াং চিয়ে ছি বলেছেন, চীন মনে করে, ইরানের পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকার রয়েছে। ইরান বারবার ঘোষণা করেছে যে, ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে চায় না এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা করতে আগ্রহী। চীন তার প্রশংসা করে।
মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সুষ্ঠু সহযোগিতা করছে। ইরান ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যোগাযোগ এবং চীন ও অন্যান্য পক্ষের সঙ্গে বিনিময় বজায় রাখতে ইচ্ছুক।(লিলু)
|