ইসরাইলের প্রধানমন্ত্রী এহুদ ওলমের্ট ১৩ নভেম্বর বলেছেন, ফিলিস্তিনের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান বাস্তবায়নের জন্য ইসরাইল ভূভাগের বিষয়ে কিছু ছাড় দেবে।
এদিন ওলমার্ট ইহুদি বসতিস্থাপনকারী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার সময় বলেন, ইসরাইলের ভবিষ্যত সুরক্ষিত করার জন্য কিছু ছাড় দেয়া ছাড়া অন্য কোনো ভালো বিকল্প নেই। তবে তিনি জোর দিয়ে বলেন, কিছু ভূভাগ থেকে অবশ্য ইসরাইল নিজেকে প্রত্যাহার করবে না।
এদিন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিত্সা রাইস যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের রাজধানী নাশভিলে ইহুদি গ্রুপকে বলেন, ফিলিস্তিন ও ইসরাইলের শান্তি বাস্তবায়নের জন্য ইসরাইলের কিছু ছাড় দেয়া উচিত। তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হলে ইসরাইলের নিরাপত্তা সুরক্ষিত হবে।(লিলু)
|