v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-11-13 20:38:28    
চীনের কুও ইয়াং জেলায় প্রথম লাওসিয়াস সংস্কৃতি উত্সব শুরু

cri
    চীনের কুও ইয়াং জেলায় প্রথম লাওসিয়াস সংস্কৃতি উত্সব শুরু

সম্প্রতি প্রানীন চীনের বিখ্যাত দার্শনিক লাওসিয়াসের জন্মস্থান-- আন হুই প্রদেশের কুও ইয়ান জেলায় চীনের প্রথম লাওসিয়াস সংস্কৃতি উত্সব আয়োজন করা হয়েছে । উত্সবটির কর্মসূচীগুলোর মধ্যে রয়েছে লাওসিয়ানকে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান , লাওসিয়াসের জন্মস্থানের চিত্র ও হস্তলিপি প্রদর্শনী ও লাওসিয়াসের মতবাদ সম্পর্কিত ফোরাম । লাওসিয়াসের মতবাদ সম্পর্কিত ফোরামে অংশগ্রহণকারী বিশেষজ্ঞরা বলেন , যদিও লাওসিয়াস দু হাজার বছর আগের একজন পন্ডিত , তবে তার চিন্তাধারা ও মতবাদ আধুনিক জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলেছে ।

খৃষ্টপূর্ব ৫৭১ সালে লাওসিয়াসের জন্ম । তিনি প্রাচীন দার্শনিক ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন । তিনি চীনের প্রথম দার্শনিক ।

    বিশ্বের ২শ'জন এক্রবেটিক্স শিল্পী উ ছিয়াও এক্রবেটিক্স উত্সবে অংশ নিয়েছেন

চীনের একাদশ উ ছিয়াও এক্রবেটিক্স উত্সব ২৭ অক্টোবর হোপেই প্রদেশের সি চিয়া চুয়ান শহরে শুরু হয়েছে । চীন , রাশিয়া , ফ্রান্স , যুক্তরাষ্ট্র , জার্মানী , উত্তর কোরিয়া ও স্পেনসহ ১৬টি দেশ ও অঞ্চলের ২৫টি এক্রবেটিক্স দলের প্রায় ২শ'জন শিল্পী উত্সবে অংশ নিয়েছেন ।

২০০৮ সালে পেইচিং অলিম্পিক গেমসকে স্বাগত জানানোর জন্য বর্তমান এক্রবেটিস্ক উত্সবে এক্রবেটিক্সের সঙ্গে উ সু বক্সিং ও জিমন্যাজিয়ামের সমন্বয় করা হয়েছে । এ উত্সবে সোনালী সিংহ , রুপালী সিংহ ও ব্রোঞ্জ সিংহ পুরস্কার বিতরণ করা হবে ।

এক্রবেটিক্স উত্সব চলাকালে পঞ্চম আন্তর্জাতিক সার্কাস ফোরামও অনুষ্ঠিত হয়েছে । বিভিন্ন দেশের সার্কাস মহলের দায়িত্বশীল কর্মকর্তারা এ ফোরামে অংশ নিয়েছেন । ফোরামে এক্রবেটিক্স ও সার্কাসের জনপ্রিয় প্রোগ্রাম সৃষ্টি এবং চীনের এক্সবেটিক্সের মান উন্নত করার বিষয় আলোচনা করা হয়েছে ।

উ ছিয়াও এক্সবেটিক্স উত্সব বিশ্বের তিনটি প্রধান এক্সবেটিক্স প্রতিযোগিতার অন্যতম । ১৯৮৭ সালে প্রথম উ ছিয়াও এক্সবেটিক্স উত্সব অনুষ্ঠিত হয় । চীনের হোপেই প্রদেশের উ ছিয়াও জেলার এক্সবেটিক্স সবচেয়ে বিখ্যাত বলে উত্সবের নাম দেয়া হয়েছে উ ছিয়াও এক্রবেটিক্স উত্সব ।

    ২০০৭ সালের সিংগাপুর উত্সব পেইচিং ও সাংহাইয়ে আয়োজিত

২০০৭ সালের সিংগাপুর উত্সব সম্প্রতি পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে । সিংগাপুরের শতাধিক শিল্পী উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে চীনা দর্শকদের জন্য বৈশিষ্টময় নৃত্য ও সংগীত পরিবেশন করেছেন । উদ্বোধনী অনুষ্ঠানে সিংগাপুরের তথ্য , টেলিযোগাযোগ ও শিল্পকলা মন্ত্রী লি বোন ইয়াং বলেন , সিংগাপুর উত্সব হল সিংগাপুর ও চীনের সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানোর অন্যতম কর্মসূচী । সিংগাপুর উত্সব চলাকালে চীনের দুটি বিশ্ববিখ্যাত শিল্পকলা উত্সব--পেইচিং সংগীত উত্সব ও সাংহাই আন্তর্জাতিক শিল্পকলা উত্সব অনুষ্ঠিত হয়েছে ।

উত্সবে সিংগাপুরের দশবারোটি শিল্পী দল সংগীত , অপেরা , নৃত্য , আলোকচিত্র, সাহিত্য , চলচ্চিত্র ইত্যাদি ক্ষেত্রের বিনিময় কর্মসূচী নেয়া হয়েছে । ২১ অক্টোবর থেকে এ উত্সব চীনের সাংহাই শহরে অনুষ্ঠিত হয়েছে ।