মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় তাইওয়ানের কাছে তিনটি প্যাট্রিক দুই ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা ও তার সহায়ক সরঞ্জাম বিক্রি করার কথা বিবেচনা করছে বলে চীন যুক্তরাষ্ট্রের প্রতি তীব্র প্রতিবাদ জানিয়েছে । ১৩ নভেম্বর পেইচিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ান ছাও এ কথা বলেছেন ।
তিনি বলেন , যুক্তরাষ্ট্রের এ কার্যকলাপ চীনের অভ্যন্তরীন ব্যাপারে হস্তক্ষেপ করেছে , চীনের নিরাপত্তা ও শান্তিপূর্ণ একীকরণকে বিঘ্নিত করেছে এবং তাতে দু'দেশের সম্পর্ক এবং উন্নয়নও ক্ষতিগ্রস্ত হয়েছে ।
তিনি জোর দিয়ে বলেন , তাইওয়ান কর্তৃপক্ষের নেতা ছেন সুই পিয়ান জাতিসংঘের সদস্য হওয়ার জন্য তথাকথিত গণ ভোট আয়োজনসহ স্বাধীন তাইওয়ানের যে নানা রকম অপচেষ্টা চালিয়েছে , তা গুরুতরভাবে তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতার প্রতি হুমকী স্বরূপ । (থান ইয়াও খাং)
|