জাপানের পার্লামেন্টে১৩ নভেম্বর অধিকাংশ ভোটে ভারত মহাসাগরে জাপানের সামুদ্রিক আত্মরক্ষা বাহিনীর তেল সরবরাহ সংক্রান্ত একটি বিশেষ বিল গৃহীত হয়েছে এবং তা যাচাই করার জন্য সিনেটে পাঠানো হয়েছে।
এদিন পার্লামেন্টে জাপানের ক্ষমতাসীন জোটের দুই-তৃতীয়াংশ ভোটে এ বিল গৃহীত হয়েছে। কিন্তু বিরোধি ডেমোক্রেটিক পার্টি এই বিলের বিরোধিতা করায় এই বিশেষ বিলটি সম্ভবতঃ সিনেটে নাকচ হয়ে যাবে। কারণে সিনেটে ডেমোক্রেটিক পার্টির আসন সংখ্যা বেশি।
জাপান সরকার ১৭ অক্টোবর পার্লামেন্টে সন্ত্রাস দমনের বিশেষ বিল উত্থাপন করে। এই বিল অনুযায়ী আত্মরক্ষা বাহিনী শুধুমাত্র সন্দেহজনক জাহাজকে অনুসন্ধান করাসহ সামুদ্রিক সন্ত্রাস দমন তত্পরতায় লিপ্ত থাকা যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নৌযানকে তেল ও পানি সরবরাহ করতে পারবে। এর মেয়াদ হচ্ছে এই বিল কার্যকরের পর থেকে এক বছর। সন্ত্রাস দমন বিষয়ক বিশেষ বিল আগের বিলটির স্থলাভিসিক্ত হবে। আগের বিলটির মেয়াদ পয়লা নভেম্বর শেষ হয়েছে। (লিলি)
|