v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-11-13 19:35:22    
চীন প্রধানত গ্রামাঞ্চলমুখী মাধ্যমিক পর্যায়ে পেশাগত শিক্ষার উন্নয়ন করবে

cri
    চীন ব্যাপকভাবে পেশাগত শিক্ষা বিশেষ করে গ্রামাঞ্চলমুখী মাধ্যমিক পর্যায়ে পেশাগত শিক্ষার উন্নয়ন করবে। এ বছর চীন মাধ্যমিক পর্যায়ের পেশাগত শিক্ষা গ্রহণকারী ছাত্রছাত্রীদের সংখ্যাও ব্যাপকতা বাড়াবে। গ্রামাঞ্চলের মোট ৫৫ লাখ ছাত্রছাত্রীকে এ শিক্ষার আওতাভূক্ত করা হবে।

    চীনের শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা ১২ নভেম্বর কুইচৌ প্রদেশে অনুষ্ঠিত কৃষকদের প্রশিক্ষণ এবং দারিদ্র্য বিমোচন ও উন্নয়ন বিষয়ক এক ফোরামে এ কথা বলেছেন। তিনি বলেছেন, গ্রামাঞ্চলের নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আরো বেশী পেশাগত শিক্ষা দেয়া এবং পূর্বাঞ্চলীয় শহরগুলোয় কাজের ব্যবস্থা করার জন্য ২০০৬ সাল থেকে চীন শহর ও গ্রামের মধ্যে এবং পশ্চিম ও পূর্বাঞ্চলের মধ্যে মিলিতভাবে ছাত্রছাত্রীদের সংখ্যা বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে।

    খবরে প্রকাশ, বর্তমানে চীনের মাধ্যমিক পর্যায়ে পেশাগত শিক্ষা গ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে ৭০ শতাংশেরও বেশী গ্রাম থেকে এসেছেন। তারা এখন বিভিন্ন মহকুমায় অকৃষি শিল্পে কাজ করে। প্রতি বছর দরিদ্র গ্রামীণ পরিবারের প্রায় দশ লাখেরও বেশী ছাত্রছাত্রী পেশাগত শিক্ষা পেয়ে মহকুমাগুলোয় স্থিতিশীল কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে প্রায় ৮০ লাখ ছাত্রছাত্রী পেশাগত শিক্ষা নিতে পারবে। ফলে মাধ্যমিক পর্যায়ের পেশাগত শিক্ষা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মানের সঙ্গে সমান হবে। (লিলি)