চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার, জাতীয় প্রশাসনিক ইন্সিটিটিউটের মহা-পরিচালক হুয়া চিয়ানমিন ১৩ নভেম্বর পেইচিংয়ে বলেছেন, চীন সরকার চীনা কমিউনিষ্ট পার্টির ১৭ তম কংগ্রসের সিদ্ধান্ত অনুযায়ী দ্রুত প্রশাসনিক ক্ষেত্রের সংস্কার, সরকারী কর্মকান্ডের গুণগত মানের উন্নতি এবং চীনের বৈশিষ্ট্যসম্পন্ন প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করবে।
সরকারের প্রশাসনিক ব্যবস্থাপনা শীর্ষক চীন ও ইউরোপের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের চতুর্থ ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে হু চিয়ানমিন এ কথা বলেছেন।
তিনি বলেন, চীন সরকার প্রশাসনিক ব্যবস্থা সংস্কারের উপর বিশেষভাবে গুরুত্ব দেয়। এ সরকার প্রতিষ্ঠার পর থেকে সরকারের দায়িত্বকে পরিবর্তন, সরকারী সংস্থার সংস্কার, আইনানুগভাবে ক্ষমতাসীন থাকা এবং সরকারী বিষয় উন্মুক্ত করাসহ বিভিন্ন ক্ষেত্রে স্পষ্ট সাফল্য অর্জিত হয়েছে।
তিনি আশা করেন, চীন ও ইউরোপের সহযোগিতা সরকারের প্রশাসনিক ব্যবস্থাপনার নবায়ন ও উদ্ভাবনে নতুনভাবে অবদান রাখবে। (লিলি)
|