চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়েনছাও ১৩ নভেম্বর পেইচিং-এ বলেছেন, চীন-জাপান পূর্ব সমুদ্র সমস্যা সংক্রান্ত ১১ দফা আলোচনা ১৪ নভেম্বর জাপানের টোকিও-এ অনুষ্ঠিত হবে। এবারের আলোচনায় কোন অগ্রগতি হবে কিনা তা দু'দেশের অভিন্ন ইচ্ছার ওপর নির্ভর করছে।
তিনি বলেন, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিভাগের পরিচালক হু জেং ইউয়ে এবং জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক সাসায়ে কেনিচিরোর নেতৃতে দু'দেশের প্রতিনিধিদল এবারের আলোচনায় অংশ নেবে।
লিউ চিয়েনছাও আরো বলেন, চীন ও জাপানের মধ্যে পূর্ব সমুদ্র সমস্যা সংক্রান্ত আলোচনার ওপর চীন গুরুত্ব দেয় এবং আলোচনায় মতৈক্যে পৌঁছানোর জন্যে তারা চেষ্টা করে যাচ্ছে। চীন দু'দেশের নেতাদের মতৈক্য অনুযায়ী, ইতিবাচক ও কার্যকর দৃষ্টিভংগী নিয়ে আলোচনায় অংশ নেবে এবং আশা করে, জাপান চীনের মতই তার সদিচ্ছা প্রদর্শন করবে। (খোং চিয়া চিয়া)
|