জাপানের প্রধান মন্ত্রী পরিষদ সচিব মাচিমুরা নোবুতাকা ১২ নভেম্বর এক প্রেস ব্রিফিং-এ বলেছেন, জাপানের প্রধানমন্ত্রী ফুকুতা ইয়াসুও ১৫ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র সফর করবেন। ১৬ নভেম্বর তিনি মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের সঙ্গে বৈঠক করবেন।
জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর, ফুকুতার এটা হবে প্রথম যুক্তরাষ্ট্র সফর এবং প্রেসিডেন্ট বুশের সঙ্গে প্রথম বৈঠক।
মাচিমুরা নোবুতাকা বলেছেন, জাপান ও মার্কিন নেতৃবৃন্দ জাপান-মার্কিন অংশীদারি সম্পর্ক জোরদার করার ব্যাপারে যোগাযোগ রক্ষা করবেন। ফুকুতা ইয়াসুও জাপান সরকারের তার ভবিষ্যত পররাষ্ট্রনীতি সংক্রান্ত 'জাপান-মার্কিন বন্ধুত্বের ভিত্তি হিসেবে এশীয় কূটনীতির ওপর গুরুত্ব দেয়া' বুশকে অবহিত করবেন।
এ দিন মার্কিন হোয়াইট হাউস এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। (খোং চিয়া চিয়া)
|