v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-11-13 18:35:12    
গ্রামাঞ্চলের নিম্ন জন্মহার বজায় রাখার জন্যে চীনের প্রয়াস

cri
    চীনের গ্রামাঞ্চলের লোকসংখ্যা ও পরিবার পরিকল্পনা সম্পর্কিত একটি কর্ম সম্মেলন এখন চীনের হোনান প্রদেশের যেংযৌ শহরে অনুষ্ঠিত হচ্ছে। চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর হুয়া জিয়েন মিন বলেন, গ্রামাঞ্চলের জন্মের নিম্নহার বজায় রাখার জন্যে গ্রামাঞ্চলে পরিবার পরিকল্পনার নীতি কড়াকড়িভাবে মেনে চলেছে এমন সব পরিবারকে পুরস্কার ও সহায়তা দেয়ার মাধ্যমে সরকার ভ্রাম্যমান লোকজনের ওপর পরিবার পরিকল্পনা ব্যবস্থপনা জোরদার করবে।

    গত শতাব্দীর ৭০ দশকে পরিবার পরিকল্পনা নীতি চালু হওয়ার পর সেই সময়ের জন্মহারের তুলনায় চীনে এ সময় মোট ৪০কোটি লোক কম জন্ম গ্রহণ করেছে। এর ফলে আর্থ-সামাজিক ও পরিবেশের সঙ্গে জনসংখ্যার সমান্বিত উন্নয়ন নিশ্চিত করা হয়েছে। কিন্তু চীনের লোকসংখ্যা সমস্যা এখনও কঠোর হুমকির মুখে , বিশেষ করে ৬৩ শতাংশ লোক গ্রামাঞ্চলে বসবাস করে বলে জন্মহার বেড়ে যাওয়ার প্রবণতা রয়েই গেছে। একটি সূত্রে জানা গেছে, বতর্মানে ২৬টি প্রদেশে জন্মহার বেড়েছে । এর পাশাপাশি গ্রামাঞ্চলের প্রসব সেবার নিশ্চয়তার মান কমেছে, ভ্রাম্যমান লোকসংখ্যার হার দ্রুত গতিতে বাড়ছে। এ কারণে গ্রামাঞ্চলের লোকসংখ্যা ও পরিবার পরিকল্পনা কাজ আরো জোরদার করা উচিত।

    দু'দিনব্যাপী এ সম্মেলনে রাষ্ট্রীয় কাউন্সিলর হুয়া জিয়েন মিন বলেন, গ্রামাঞ্চলের নিম্ন জন্মহার বজায় রাখার জন্যে চীন সরকার কার্যকরভাবে জনসাধারণের স্বার্থের দিকে মনোযোগ দেবে। তিনি বলেন,

    জনসাধারণ যাতে তাদের ইচ্ছায় বেশী সন্তান না দিতে পারে সেই জন্যে সরকার তাদেরকে আর্থিক পুরস্কার ও সহায়তা দেয়ার ব্যবস্থা নিয়েছে। এই ধারণাকে একটি উদ্ভাবন বলে গণ্য করা হয়। বিভিন্ন স্থানীয় সরকারকে এ ধারণা অনুসরণ করে আরও পূর্ণাঙ্গ পদ্ধতি খুঁজে করতে হবে।

    জানা গেছে, ২০০৪ সালে চীনের কোন কোন গ্রামাঞ্চলে এক সন্তান বা দুই মেয়ে রয়েছে এমন পরিবারকে বছরে কমপক্ষে ৬০০ ইউয়ান রেন মিন পির পুরস্কার দেয়া হয়েছে। এর পর, চীনের ব্যাপক গ্রামাঞ্চলে এই পুরস্কার ও সহায়তার নীতি চালু হয়েছে। যেমন, চীনের পশ্চিমাঞ্চলে কৃষক ও পশুপালকরা যারা পরিবার পরিকল্পনা কড়াকড়িভাবে মেনে চলে তাদের প্রত্যেকেই এককালীণ ৩০০০ ইউয়ান রেন মিন পির পুরস্কার দেয়া হয়। এ টাকা তারা কৃষির উন্নয়নে ব্যবহার করবে। যদি কোন পরিবারের এক সন্তান মারা যায় বা বিকলাংগ হয় সে পরিবারের জন্যে সরকারের ভরতুকি দেয়া হয়। ২০০৪ সাল থেকে এ পযর্ন্ত এ ক্ষেত্রে চীন সরকার প্রায় ৪৫০ কোটি ইউয়ান রেন মিন পি বরাদ্দ করেছে।

    চীনের রাষ্ট্রীয় পরিবার পরিকল্পনা কমিশনের মহা পরিচালক জেন ভিয়ে ছিন বলেন, এই নীতি চালু হওয়ার পর , কৃষকদের পরিবার পরিকল্পনা নীতি মেনে চলার ইচ্ছা ব্যাপকভাবে বেড়েছে। তিনি ব্যাখ্যা করে বলেন, ভবিষতে যারা পরিবার পরিকল্পনা নীতি কড়াকড়িভাবে মেনে চলবে তাদের জন্যে কর্মসংস্থান, চিকিত্সা ও শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সুবিধা দেয়া হবে। তিনি বলেন,

    গ্রামাঞ্চলে কৃষকদের ন্যুনতম জীবনযাত্রার নিশ্চয়তা ও নতুন ধরনের সহযোগিতামূলক চিকিত্সা সহ সামাজিক নিশ্চয়তা ব্যবস্থার গড়ে তোলার পাশাপাশি এ ধরনের সুবিধাজনক নীতি চালু হওয়ার ফলে , যারা কড়াকড়িভাবে পরিবার পরিকল্পনা নীতি মেনে চলে তারা সংস্কার ও উন্নয়নের ফলাফল সম্পূর্ণভাবে উপভোগ করতে পারে।

    বতর্মানে চীনে প্রায় ১৫ কোটি ভ্রাম্যমান লোকসংখ্যা আছে। এ সব লোক যাতে পরিবার পরিকল্পনা নীতি মেনে চলে তাদের জন্যে চীন সরকার বিশেষ পদক্ষেপ নিয়েছে। স্থানীয় অধিবাসীর মতো তারাও বিনা পয়সায় পরিবার পরিকল্পনা সম্পর্কিত সেবা উপভোগ করতে পারেন।