জাতিসংঘের আইপিসিসি'র ২৭তম পূর্ণাঙ্গ অধিবেশন ১২ নভেম্বর স্পেনের ভ্যালেনসিয়া শহরে শুরু হয়েছে। ১৩০টি দেশের ৪শ' ৫০জন প্রতিনিধি অধিবেশনে অংশ নিয়েছেন।
স্পেনের উপ-প্রধানমন্ত্রী মারিয়া তেরেসা ফার্নান্ডেজ উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, আবহাওয়ার পরিবর্তনের বিরুদ্ধে সংগ্রামে দরিদ্র দেশগুলোর উপর বিশেষ মনোযোগ দেয়া উচিত। কারণ আবহাওয়ার পরিবর্তনে এ সব দেশগুলো সবচেয়ে বেশি প্রভাবিত হয়ে থাকে।
জাতিসংঘের আবহাওয়ার পরিবর্তন কনভেনশনের কার্য-নির্বাহী সচিব ইউভো দ্যা বোয়ার জোর দিয়ে বলেছেন, আবহাওয়ার পরিবর্তন সকল দেশগুলোর ওপর বিভিন্ন মাত্রার প্রভাব ফেলবে। কয়েকটি দেশে মানবজাতির অস্তিত্বের ওপর তা হুমকী হয়ে দাঁড়াবে। সুতরাং 'রাজনৈতিক সিদ্ধান্ত'-এর মাধ্যমে এর মোকাবিলা করা দরকার।
ছ'দিনব্যাপী রূদ্ধদ্বার অধিবেশনে প্রতিনিধিগণ প্রধানত 'আবহাওয়ার পরিবর্তন-২০০৭'এর চতুর্থ পর্যালোচনা রিপোর্টের পুঙ্খানূপুঙ্খ আলোচনার পর গ্রহণ করার কথা। এই দললপত্র ডিসেম্বর মাসে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে অনুষ্ঠেয় জাতিসংঘের আবহাওয়ার পরিবর্তন সম্মেলনে উত্থাপন করা হবে। (খোং চিয়া চিয়া)
|