১২ নভেম্বর ব্রিটিশ কমনওয়েলথ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা লন্ডনে এক সম্মেলনে সতর্ক করে দিয়ে বলেছেন, ২২ নভেম্বরের আগে পাকিস্তানে জরুরি অবস্থা প্রত্যাহার এবং প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ সেনাপ্রধানের পদ থেকে পদত্যাগ না করলে কমনওয়েলথে পাকিস্তানের সদস্যপদ স্থগিত করে দেওয়া হবে ।
কেবল পাকিস্তানের চলমান পরিস্থিতি নিয়ে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের এ সম্মেলন অনুষ্ঠিত হয় । সম্মেলনের পর এক প্রেস ব্রিফিংয়ে কমনওয়েলথের মহাসচিব ডন ম্যাককিনোন বলেন, ব্রিটিশ কমনওয়েল্থ পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে সেনাবাহিনী পদ থেকে পদত্যাগ এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ।
উল্লেখ্য, ৩ নভেম্বর পারভেজ মুশাররফ দেশে জরুরি অবস্থা জারি করেন ।
১৯৯৯ সালে পারভেজ মুশাররফ প্রেসিডেন্ট হওয়ার পর ব্রিটিশ কমনওয়েলথ পাকিস্তানে গনতন্ত্রহীনতা ও আইনের সংস্কার অভাবের কথা বলে সে বছর নভেম্বর মাসে পাকিস্তানের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করে দেয় এবং ২০০৪ সালে পুনরায় তা ফিরিয়ে দেয় ।
(ছাও ইয়ান হুয়া)
|