১২ নভেম্বর পাকিস্তান পুলিশ বলেছে , পাকিস্তান পিপলস পার্টির নেত্রী বেনজির ভুট্টোকে ১ সপ্তাহের জন্য গৃহবন্দী করা হয়েছে । ১৩ নভেম্বর লংমার্চের ঠিক আগে তাকে দ্বিতীয় বারের মতো গৃহবন্দী করা হলো।
জরুরি অবস্থা প্রত্যাহার এবং সেনাপ্রধানের পদ থেকে মুশাররফের পদত্যাগের দাবিতে ১৩ নভেম্বর সকালে বেনজির ভুট্টোর নেতৃত্বে তাঁর সমর্থকদের পাকিস্তানের লাহোর থেকে ইসলামাবাদ পর্যন্ত মোটর লংমার্চ করার কথা ছিল । পুলিশ অবশ্য এই কর্মসুচীর ওপর ইতোমধ্যেই নিষেধাজ্ঞা আরোপ করেছে । জানা গেছে, লাহোরে বেনজির ভুট্টোর বাসভবন এখন পাঞ্জাব পুলিশ ঘিরে রেখেছে । পাকিস্তানের পিপলস পার্টি বলেছে , ১৩ নভেম্বরের কর্মসূচী পরিকল্পনা মতো চালানো হবে । পাকিস্তানের তথ্যমন্ত্রী তারিক আজিম বলেন, বর্তমানে সকল মিছিল সমাবেশ বা রাজনৈতিক কর্মসূচীর ওপর নিষেধাজ্ঞা থাকায় ঐ লংমার্চ করতে দেওয়া হবে না ।
(ছাও ইয়ান হুয়া)
|