১২ নভেম্বর রাশিয়া সফররত ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং'এর সঙ্গে বৈঠকের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, পরমাণু জ্বালানী সম্পদ, জ্যোতির্বিদ্যাসহ বিভিন্ন হাই-টেক প্রযুক্তি ক্ষেত্রের সহযোগিতায় দু'দেশ অনেক সাফল্য অর্জন করেছে ।
বৈঠকের পর এক প্রেস ব্রিফিংয়ে পুতিন বলেন, তার এবং মনমোহন সিংয়ের বৈঠকটি ছিল গঠনমূলক এবং বাস্তব । দু'দেশের স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী দু'পক্ষ যৌথভাবে বহুমুখী পরিবহন বিমান এবং পঞ্চম বহুমুখী জঙ্গী বিমান তৈরি করবে ,যা দু'দেশের বিজ্ঞান সহযোগিতার জন্য নতুন যুগের সূচনা করবে ।
পুতিন বলেন, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রশ্ন নিয়ে আলোচনা হয়েছে । আন্তর্জাতিক রাজনৈতিক প্রশ্নে দু'পক্ষের মতামত প্রায় অভিন্ন । বৈঠকে দু'দেশ আবারও যে কোনো সমস্যা সমাধানে আন্তর্জাতিক আইন মেনে চলা এবং জাতিসংঘের কেন্দ্রীয় ভুমিকা পালনের ওপর গুরুত্ব আরোপ করে । সম্মিলিতভাবে সন্ত্রাসবাদ , অপরাধ এবং মাদক চোরাচালানের ওপর আঘাত হানার ব্যাপারেও একমত হন দুই নেতা ।
মনমোহন সিং বলেন, ভারত রাশিয়ার সঙ্গে পরমাণু জ্বালানীর শান্তিপূর্ণ ব্যবহার ক্ষেত্রে সহযোগিতাকে গুরুত্ব দিয়ে দেখছে । দু'পক্ষ ভারতে রাশিয়ার সহযোগিতায় নির্মীয়মান দু'টি পরমাণু জ্বালানী উত্পাদন প্ল্যান্টের পাশাপাশি আরও ৪টি নতুন ইউনিট স্থাপনের জন্য স্মারক স্বাক্ষর করেছে । (ছাও ইয়ান হুয়া)
|