১২ নভেম্বর চীনের সহকারী পররাষ্ট্র মন্ত্রী খোং ছুয়ান বলেন, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়ন ক্ষেত্রে চীন উত্তর ইউরোপের ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক এবং আইসল্যান্ডের সঙ্গে সহযোগিতা করতে আগ্রহী ।
নরত্তিক মন্ত্রী পরিষদের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত্কালে খোং ছুয়ান এ কথা বলেন ।
সাম্প্রতিক বছরগুলোতে চীন ও উত্তর ইউরোপের ৫টি দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিভিন্ন ক্ষেত্রের বাস্তব সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করে খোং ছুয়ান । তিনি বলেন , চীন ও ৫টি দেশের সহযোগিতার ভিত্তি অত্যন্ত নিবিড় এবং ভবিষ্যতও উজ্জ্বল । তিনি বলেন, বর্তমানে চীন টেকসই উন্নয়ন, বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবন এবং মেধাস্বত্ত্বের সংরক্ষণকে গুরুত্ব দিয়ে দেখছে । চীন ৫টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতার পাশাপাশি জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন বাস্তবায়ন, জ্বালানী সম্পদের কার্যকর উন্নয়ন , বিশুদ্ধ জ্বালানী সম্পদের উন্নয়ন এবং বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবন ক্ষেত্রে তাদেরসহযোগিতা করতে ইচ্ছুক ।
নরত্তিক মন্ত্রী পরিষদ হল উত্তর ইউরোপের ৫টি দেশের মধ্যে সরকারী পর্যায়ে সহযোগিতার একটি প্ল্যাটফর্ম । এর দায়িত্ব হল আইন প্রণয়ন, সংস্কৃতি, সমাজ, অর্থনীতি, পরিবহন এবং টেলি-যোগাযোগ ক্ষেত্রে ৫টি দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা করা । (ছাও ইয়ান হুয়া)
|