১২ নভেম্বর চীনের গণতান্ত্রিক বিপ্লবের প্রতিষ্ঠাতা সান ইয়াত সেনের ১৪১তম জন্ম-বার্ষিকী । চীনের এ মহান বিপ্লবীর প্রতি গভীর য শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে করে এ দিন পেইচিং-এ চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
এ দিন শাংহাইয়ের বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে সান ইয়াত সেনের পুরানো বাড়িতে একটি স্মৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয় । শাংহাই মহানগরীর নেতৃবৃন্দ ও বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিরা সান ইয়াত সেনের ব্রোঞ্জ মূর্তির সামনে দাঁড়িয়ে তিনবার অবনত মস্তকে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ।
চীনে সান ইয়াত সেনের ১৪১তম জন্ম-বার্ষিকী উপলক্ষে বিষয়টিকে কেন্দ্র করে একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে । এ প্রদর্শনীতে মোট ১৪১টি মূল্যবান ঐতিহাসিক আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে ।
চীনের মহান গণতান্ত্রিক বিপ্লবের প্রতিষ্ঠাতা হিসেবে সান ইয়াত সেন চীনের বিপ্লবে নিজেকে নিবেদন করে গেছেন জীবনের শেষ দিন পর্যন্ত । তিনি চীনের ২ হাজার বছরেরও বেশি সময় স্থায়ী সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থাকে উত্খাত করে গেছেন । (থান ইয়াও খাং)
|