বন্ধুরা, মাত্র কিছুদিন আগে বিশ্ব বিশেষ গ্রীষ্মকালীণ অলিম্পিক গেমস চীনের সাংহাইতে শেষ হয়েছে। এটি হল উন্নয়নশীল দেশ, এশিয়া ও চীনে প্রথম আয়োজিত বিশ্ব গ্রীষ্মকালীন বিশেষ অলিম্পিক গেমস। আবাসিক এলাকায় অভ্যর্থনা হল বিশ্ব গ্রীষ্মকালীন বিশেষ অলিম্পিক গেমসের একটি গুরুত্বপূর্ণ অংশ। সাংহাই'র নাগরিকরা আবাসিক এলাকায় অভ্যর্থনার মাধ্যমে বিভিন্ন দেশের ক্রীড়াবিদদের সঙ্গে সমঝোতা ও মৈত্রী জোরদার করেছে। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে এ সম্পর্কে কিছু কথা বলবো।
সাংহাইতে অনেক বারই আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু বিশ্ব বিশেষ গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের আয়োজনের মাধ্যমে সাংহাই নাগরিকদের মনোভাবের পরিবর্তন ও মন আরো বড় হয়েছে। এক জরিপ থেকে জানা গেছে, শতকরা ৯২ ভাগ সাংহাই'র নাগরিক বিশ্ব গ্রীষ্মকালীন বিশেষ আলিম্পিক গেমস আয়োজনের ব্যাপারে সন্তুষ্ট। পরিসংখ্যান থেকে জানা গেছে, সাংহাই'র ১৪৪টি আবাসিক এলাকার ১হাজার ৮৭৭টি বাড়ি আন্তরিক তার সঙ্গে বিশ্বের বিভিন্ন স্থানের ক্রীড়াবিদদের অভ্যর্থনা ও আতিথেয়াতা দিয়েছে।
সাংহাই শহরের চিংআন জেলার চিয়াংনিং আবাসিক এলাকা এবারের বিশেষ অলিম্পিক গেমসের বাংলাদেশের প্রতিনিধি দলকে অভ্যর্থনার দায়িত্ব পালন করে। বাংলাদেশের ক্রীড়াবিদদেরকে নিজেদের বাড়িতে অভ্যর্থনা জানানো সাংহাই'র একজন নাগরিক সাংবাদিকদের বলেছেন,
(রে ১)
'বাংলাদেশের প্রতিনিধি দলকে অভ্যর্থনা ও সেবা করতে পারার আমার অনেক আনন্দ লাগছে। যদি আমাদের তাঁদের সেবা করার অভ্যর্থনার সময় কম এবং আমরা পারস্পরের ভাষা বুঝতে পারি না তবুও আমদের আন্তরিক হাসি ও সুন্দর অভ্যর্থনা ও সেবায় বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যরা চীনা মানুষের আতিথেয়তাকে অনুভব করেছেন।'
আবাসিক এলাকায় অভ্যর্থনা করা সাধারণ পরিবার ও সাংহাই'র বুদ্ধি প্রতিবন্ধীদের বিশেষ স্কুল 'সূর্যালোক পরিবার' বিশেষ আলিম্পিক গেমসের ক্রীড়াবিদদের জন্য চিত্তাকর্ষক অনুষ্ঠান পরিবেশন করেছে। সাংহাই'র নাগরিকরা ও স্বেচ্ছাসেবকরা বাংলাদেশের ক্রীড়াবিদদের সঙ্গে বন্ধুর মত বিশেষ অলিম্পিক গেমসের আনন্দকে উপভোগ করেছে।
(রে ২ সংগীত)
আপনারা এখন শুনছেন একজন স্বেচ্ছাসেবকের বাজানো ও একজন বাংলাদেশের ক্রীড়াবিদের গাওয়া একটি গান।
বাংলাদেশের ক্রীড়াবিদ ও কোচদের হৃদয়ে সাংহাই খুবই গভীরভাবে রেখাপাত করেছে । বিশেষ করে সাংহাই'র নাগরিকরা ক্রীড়াবিদদের ওপর বিশেষভাবে মনোযোগ দেয়ায় বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যরা কোনদিন তা ভুলে যাবে না। বাংলাদেশের প্রতিনিধি দলের প্রধান--- বলেছেন,
(রে ৩)
'চিংআন জেলার চিয়াংনিং আবাসিক এলাকা আমাদেরকে অভ্যর্থনা ও সেবা ছয় দিনে আমাদেরকে অভ্যর্থনা করা হয়েছি। সাংহাই'র নাগরিকরা যথাসম্ভব আমাদের যেকোন কঠিন সমস্যার সমাধান করে দিয়েছে। আমাদের ক্রীড়াবিদরা ও কোচরা স্বেচ্ছাসেবকদের মধ্যে গভীর মৈত্রী প্রতিষ্ঠিত হয়েছে। আমি চিংআন জেলার নাগরিকদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি বিশ্বাস করি, এ ছয় দিন আমার জীবনে সুন্দর স্মৃতি হিসেবে চিরদিনে ভোগে থাকবে।'
সাংহাই শহরের মেয়র সাংবাদিকদের বলেছেন, তিনি আশা করেন, বিশ্ব গ্রীষ্মকালীন বিশেষ অলিম্পিক গেমস আয়োজনের মাধ্যমে সমাজ সুরক্ষার ব্রত, শহর সভ্যতার পর্যায় ও অর্থনীতি এবং সমাজের সম্প্রীতিময় উন্নয়ন ত্বরান্বিত হবে। তিনি বলেছেন,
(রে ৪)
'আমরা বিশ্ব গ্রীষ্মকালীন বিশেষ অলিম্পিক গেমস আয়োজনের সুযোগকে কাজে লাগিয়ে এক ধাপ এগিয়ে সাংহাই বিশেষ অলিম্পিক ও প্রতিবন্ধী সংশ্লিষ্ট কাজের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে পারবো।'
বিশ্ব বিশেষ গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস আয়োজনের জন্য সাংহাই বিশ্বে আরো বেশি আলোড়ন সৃষ্টি করেছে। সাংহাইও বুদ্ধি প্রতিবন্ধীদের ওপর আরো বেশি দৃষ্টি নিবদ্ধ করেছে। আমরা এখন সাংহাই এমন কি সারা চীনের সমৃদ্ধ মানবিক পরিবেশ অনুভব করতে পারি।
|