এ বছরের সেপ্টেম্বর নাগাদ চীনে ৭২.৬ কোটি কৃষক নতুন গ্রামীণ সহযোগিতা চিকিত্সা সুবিধা পেয়েছে । ১২ নভেম্বর পেইচিংয়ে চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মাও ছুন আন এ কথা বলেছেন ।
নতুন গ্রামীণ সহযোগিতা চিকিত্সা এমন একটি চিকিত্সা বীমা ব্যবস্থা , যে ব্যবস্থায় কৃষকরা স্বেচ্ছায় তাদের অন্তর্ভুক্ত করেছে । এ ব্যবস্থা অনুযায়ী চিকিত্সার জন্য যে তহবিলের প্রয়োজন , তার ৮০ শতাংশ সরকার এবং বাকী ২০ শতাংশ কৃষকরা বহন করে । চিকিত্সার জন্য কৃষকদের যে খরচ হবে , চিকিত্সা তহবিল থেকে কৃষকদেরকে সরকারের দেয়া ভর্তুকি ফেরত্ দেয়া হবে ।
মাও ছুন আন বলেন , ২০০৩ সালে চীনের নতুন গ্রামীণ সহযোগিতা চিকিত্সা ব্যবস্থা চালু হবার পর এ কার্যক্রম সফল হয়েছে । চিকিত্সা তহবিলের জন্য এ বছর ৩৫ বিলিয়ন ইউয়ান সংগ্রহ করা হয়েছে । এবছরের প্রথম ৯ মাসে চীনের ২০ কোটি কৃষক এ চিকিত্সা ব্যবস্থায় উপকৃত হয়েছে । (থান ইয়াও খাং)
|