চীন সরকার ১২ নভেম্বর আনুষ্ঠানিকভাবে পুনঃব্যবহার্য জ্বালানী ও নতুন জ্বালানী বিষয়ক একটি আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তিগত সহযোগিতা কার্যক্রম শুরু করেছে ।
এ কার্যক্রম অনুযায়ী , চীন ও বিভিন্ন দেশ সৌর শক্তি চালিত বিদ্যুত্ উত্পাদন , আবাসিক এলাকায় সৌর শক্তির ব্যবহার ও বায়ু শক্তিচালিত বিদ্যুত্ উত্পাদনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা চালাবে ।
এ সব ক্ষেত্রে যাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করা যায় , সেজন্য চীন সরকার প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেবে । এ সব ব্যবস্থা অনুযায়ী , পুনঃব্যবহার্য ও নতুন জ্বালানীর ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিময়ে অংশ গ্রহণের জন্য চীনের বিভিন্ন গবেষণাগার ও বিশ্ববিদ্যালয়কে উত্সাহ দেয়া হবে এবং পুনঃব্যবহার্য ও নতুন জ্বালানীর ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে দীর্ঘ মেয়াদী অংশিদারিত্বপূর্ণ সহযোগিতার সম্পর্ক গড়ে তোলা হবে ।(থান ইয়াও খাং)
|