২০০৪ সালের পর চীনে "সূর্যের আলো প্রকল্প" ও "বৃষ্টি প্রকল্পের" মাধ্যমে কৃষক ও দরিদ্র শ্রমিকদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত এক কোটি ১০ লাখ কৃষক প্রশিক্ষণ পেয়েছেন। চলতি বছরের প্রথমার্ধ পর্যন্ত এক কোটিরও বেশী লোকের দারিদ্র্যমোচন করা হয়েছে।
চীনের কৃষি মন্ত্রণালের একজন কর্মকর্তা বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে "সূর্যের আলো প্রকল্প" কৃষকদের আয় বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
পররাষ্ট্র দপ্তরের দারিদ্র্য বিমোচন ও উন্নয়ন অফিসের একজন কর্মকর্তা বলেছেন, "বৃষ্টি প্রকল্পের" মাধ্যমে দরিদ্র শ্রম-শক্তির গুণগত মান বাড়ানো হচ্ছে চীনের দারিদ্র্য বিমোচন কাজের একটি সাফল্য অংশ। (লিলি)
|