সুদানের দার্ফুর সমস্যা সংক্রান্ত শান্তিপূর্ণ বৈঠক ১১ নভেম্বর লিবিয়ার উপকূলীয় শহর সিরতে অনুষ্ঠিত হয়। সুদান সরকার, সরকার বিরোধী প্রতিনিধিদল, জাতিসংঘ, আফ্রিকান ইউনিয়ন এবং সুদানের প্রতিবেশী দেশগুলোর প্রতিনিধিরা রূদ্ধ দ্বার বৈঠকে অংশ নেয়।
লিবিয়ার বার্তা সংস্থার খবরে জানা গেছে, জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের মধ্যস্থতাকারী গ্রুপের মুখপাত্র জর্জ বলেছেন, গত সপ্তাহে সংশ্লিষ্ট পক্ষগুলো ধনসম্পদ, ন্যায্য অধিকার ও জমির বিন্যাস, নিরাপত্তা, মানবতাবাদ ও পুনর্গঠনসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেছে।
জর্জ বলেন, আগামী পর্যায় পুরো হবে শান্তিপূর্ণ বৈঠকের গুরুত্বপূর্ণ পর্যায়। তিনি আরো বলেন, মধ্যস্থতাকারী গ্রুপ দার্ফুর ও খারতুম সফর শেষে ১১ নভেম্বরে সিরতে ফিরে এসেছে। প্রতিনিধিদল এবং সরকার বিরোধী দলের মধ্যে এ পর্যন্ত 'ইতিবাচক' আলোচনা হয়েছে। । সরকার বিরোধী দলকে শান্তিপূর্ণ বৈঠকে অংশ নেয়ার আহ্বান জানানোর কাজ এখনও চলছে। (খোং চিয়া চিয়া)
|