পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ ১১ নভেম্বর ঘোষণা করেছেন, আগামী বছর জানুয়ারী মাসে পাকিস্তানে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিত্সা রাইস একে স্বাগত জানিয়েছেন।
৩ নভেম্বর পাকিস্তানে জরুরী অবস্থা জারির পর ইসলামাবাদে আয়োজিত প্রথম প্রেস ব্রিফিং-এ মুশাররফ এ কথা জানান। তিনি বলেন, পুর্বপরিকল্পনা অনুযায়ী, ১৫ নভেম্বর পাকিস্তানের পার্লামেন্ট ভেঙ্গে দেয়া এবং তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে। নতুন পার্লামেন্ট নির্বাচন আগামী বছরের ৯ জানুয়ারীর মধ্যে অনুষ্ঠিত হবে। পাশাপাশি মুশাররফ বলেন, প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল সম্পর্কিত আদালতের রায়ের পর তিনি শপথ গ্রহণ করবেন।
এবিসি'র সংবাদদাতাদের সাক্ষাত্কার দেয়ার সময় রাইস বলেছেন, যুক্তরাষ্ট্র মুশাররফের দৃষ্টিভংগীকে স্বাগত জানায়। তিনি বলেন, মুশাররফের গণতান্তিক উপায়ে নির্বাচন আয়োজন নিশ্চিত এবং যত তাড়াতাড়ি সম্ভব জরুরী অবস্থা প্রত্যাহার করাসহ সংবিধানিক ব্যবস্থা পুনরুদ্ধার করা উচিত। (খোং চিয়া চিয়া)
|