v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-11-12 17:07:45    
শাংহাই চিয়াওটুং ইউনিভার্সিটি

cri
    শাংহাই চিয়াও থুং ইউনিভার্সিটি শতাধিক বছরের ইতিহাসে সমৃদ্ধ। ১৮৯৬ সালে প্রতিষ্ঠার সময় ছিলনাম "নান ইয়াং কুং শুয়ে" । আজকের অনুষ্ঠানে শাংহাই চিয়াও থুং ইউনিভার্সিটির তথ্য আপনাদের জানাবো।

    যে রেকর্ডটি আপনারা শুনছেন তা হলো মার্কিন ছাত্রী স্মারানডা জিয়ানার গাওয়া পিকিং অপেরা। তার গাওয়া পিকিং অপেরা শুনতে অরিজিন্যাল পিকিং অপেরার মতো। এতো ভাল যে অনেক চীনা এভাবে গাইতে পারে না। জিয়ানা যুক্তরাষ্ট্রের টেনিসি অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেন। যুক্তরাষ্ট্রে তিনি সঙ্গীত নিয়ে পড়াশোন করেছেন। এখন চীনের শাংহাই চিয়াও থুং বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা শিখছেন। জিয়ানা বলেন বিভিন্ন জায়গা ঘুরে বেড়ানোর ইচ্ছা সম্ভবত তার রক্তের মধ্যে আছে। তিনি বলেন:

    "যুক্তরাষ্ট্রে থাকার সময় প্রতি দু'বছরে আমি মায়ের সঙ্গে বাসা বদলাতাম। আমরা ৮টি অঙ্গরাজ্যে বাস করেছি। মাও ছোটবেলা থেকে বাসা বদলাতে পছন্দ করতেন। আমরা নতুন সংস্কৃতি জানা এবং নতুন লোকের সঙ্গে মিলেমিশে থাকা পছন্দ করি। ভাষা নিয়ে আমার অত্যন্ত আগ্রহ আছে। ভাষা শেখার ক্ষেত্রে সবচেয়ে ভাল পদ্ধতি হলো সেই ভাষা বলার পরিবেশে থাকা। তাই চীনা ভাষা শিখতে চাইলে চীনে আসতে হবে।"

    শাংহাইয়ে আসার আগে জিয়ানা পেইচিংয়ে দু বছর ছিলেন। এই দুটি বড় শহর নিয়ে জিয়ানা বলেন:

    "শাংহাই একটি খুব সুবিধাজনক শহর। আমি পেইচিংও খুব পছন্দ করি। সেখানে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখা যায়। প্রচুর। কিন্তু শাংহাইয়ের ভাল দিক হলো এখানে সব কিছু খুব সুবিধাজনক। চীনে থাকতে আমার খুব ভাল লাগে। প্রতি বছর আমি শুধু ক্রিসমাসের সময় যুক্তরাষ্ট্রে ১০ দিন করে থাকি।"

    জিয়ানার জন্যে চিয়াও থুং ইউনিভার্সিটির পরিবেশ তার খুবই ভাল। কারণ তিনি বিভিন্ন সংস্কৃতি থেকে আসা মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে চান। আর চিয়াও থুং বিশ্ববিদ্যালয়ে এ সুযোগ অনেক বেশি।

    "খুব ভাল, শিক্ষকরা খুব ভাল। এবং এখানে প্রতি ছয় মাসে ভাষা শিখতে নতুন ছাত্রছাত্রী আসে। তাই বিভিন্ন দেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করার জন্য এটা খুব ভাল পরিবেশ।"

    জিয়ানার মতো শাংহাই চিয়াও থুং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসা বিদেশী ছাত্রছাত্রী প্রায় ৪ হাজার। তারা কেন শাংহাই চিয়াও থুং বিশ্ববিদ্যালয় বেছে নিয়েছে এই নিয়ে আন্তর্জাতিক শিক্ষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক জাং শেং খুন বলেন:

    "কারণ, আমাদের বিশ্ববিদ্যালয়ে একশ'রও বেশি বছরের ইতিহাস আছে। সারা চীনে তথা বিশ্বে এ বিশ্ববিদ্যালয় খুব বিখ্যাত। আমাদের বিশ্ববিদ্যালয়ের কিছু বিষয় বিশ্বে প্রথম সারিতে রয়েছে। তাই বিদেশী ছাত্রছাত্রীরা চিয়াও থুং ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চায়। যেমন আমাদের ব্যবস্থাপনা বিষয় এবং আইটি বিষয়ের সুনাম রয়েছে সারা বিশ্বে রয়েছে।"

    অধ্যাপক জাং জানান, শাংহাই চিয়াও থুং ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রকৌশলের বিষয়গুলো খুব ভাল। তাছাড়া চীনের অনেক বড় কোম্পানি ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে এর যোগাযোগ রয়েছে। এখানকার ব্যবস্থাপনা বিষয়ক ছাত্রছাত্রীরা কিছু বড় কোম্পানিতে ইন্টার্নিশিপ করার সুযোগ পায়। যেমন ভোক্সওয়অগেন, মোটোরোলা এবং আই.বি.এম।

    শাংহাই চিয়াও থুং ইউনিভার্সিটি বিদেশী ছাত্রছাত্রীদের ওপরে অনেক গুরুত্ব দেয়। তাদেরকে আরো ভালভাবে পরিচর্যা করার জন্য ২০০০ সালে আন্তর্জাতিক শিক্ষা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। এটি প্রধাণত বিদেশী ছাত্রছাত্রীদের ব্যবস্থাপনা, শিক্ষা ও গবেষণার কাজ করে। অধ্যাপক জাং বলেন, তারা বিদেশী ছাত্রছাত্রীদের আরো সুবিধা দেয়ার জন্য অনেক ব্যবস্থা নিয়েছেন। তিনি বলেন:

    "যেমন আমরা এক ঘর একা একজন ছাত্রের থাকার ব্যবস্থা করেছি এবং তাদের জন্য বেশ কিছু সুযোগ সুবিধা দিচ্ছি। আমরা ক্লাসরুমের অবস্থা উন্নত করার চেষ্টা করেছি। যেমন ভাষা শিক্ষার ছাত্রছাত্রীদের জন্য রেকর্ডিং যন্ত্রপাতি আর ইয়ারফোন। আমরা চীনা আর ইংরেজী দু'টি ভাষা শিক্ষার কোর্সও খুলেছি।"

    শিক্ষা ছাড়া বিদেশী ছাত্রছাত্রীদের জীবন বৈচিত্রময় করে গড়ে তোলার জন্যও শাংহাই চিয়াও থুং বিশ্ববিদ্যালয় অনেক কাজ করছে। অধ্যাপক জাং বলেন:

    "ছুটি'র দিনে আমরা ছাত্রছাত্রীদের নিয়ে বাইরে ভ্রমণ করি। যাতে তারা চীনের সংস্কৃতি, ইতিহাস ও রীতিনীতি আরো বেশি করে জানতে পারে। আমরা সি আন, কান সু এবং পেইচিংসহ অনেক জায়গায় ঘুরেছি।"

    আন্তর্জাতিক শিক্ষা ইন্সটিটিউটের সহকারী পরিচালক মিস্টার ইউয়ান চিন অনেক দিন ধরে বিদেশী ছাত্রছাত্রীদের কাজে নিযুক্ত রয়েছেন। তিনি বলেন, কয়েকটি বিষয়ে বিদেশী ছাত্রছাত্রীদের বিশেষ দৃষ্টি রাখা উচিত। যেমন তাদের চীনের বিশ্ববিদ্যালয় সম্পর্কে আরো বেশি তথ্য জানা দরকার। তিনি বলেন:

    "আমি মনে করি যারা চীনে পড়াশোনা করতে চায় তাদের জন্য চীনের বিশ্ববিদ্যালয় সম্পর্কে বেশি বেশি তথ্য জানা দরকার। নইলে তাদের ধারণা স্বচ্ছ হবে না। বিশেষ করে চীনে আসার পর তাদের চীনা মানুষের সঙ্গে মিশে যাওয়া উচিত। চীনা মানুষদের চিন্তাভাবনা এবং তাদের জীবনযাত্রা সম্পর্কে জানা উচিত। এতে তাদের জন্য সুবিধা হবে।"

    শাংহাই চিয়াও থুং বিশ্ববিদ্যালয় বিদেশী ছাত্রছাত্রীদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকে অনেক বেশি। যেমন মার্কিন ছাত্রী স্মারানডা জিয়অনা। তিনি পিকিং অপেরার একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং চমত্কার অভিনয় করেছেন।

    শ্রোতা বন্ধুরা, আজকের আমার স্বপ্ন আমার শিক্ষা অনুষ্ঠান এখানেই শেষ হলো। শাংহাই চিয়াও থুং ইউনিভার্সিটির ওয়েবসাইটের ঠিকানা হলো www.sjtu.edu.cn আমার স্বপ্ন আমার শিক্ষা আসর এ পর্যন্ত। আপনাদের কোনো মতামত থাকলে আমাদের জানাবেন। সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে। (ইয়াং ওয়েই মিং)