 যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র গর্ডন জনভ্লো ৯ নভেম্বর সাংবাদিকদের বলেন, যথা শীঘ্রই সম্ভব পাকিস্তানের জরুরী অবস্থা বাতিল করা উচিত।
এর পাশাপাশি মুখপাত্র বলেন, সহিংস তত্পরতা যাতে বেড়ে না যায় সে জন্যে পাকিস্তান সরকার ও বিরোধি দলগুলোর সংযম বজায় রাখা উচিত।
এশিয়া সফর শেষে ওয়াশিংটন ফিরে যাওয়ার পথে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী রর্বাট গেটস কলেন, পাকিস্তানের অস্থিতিশীল পরিস্থিতি সন্ত্রাসদমনের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি উদ্বিগ্ন।
|