ইরানের সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ রেজা বাকেরি ৯ নভেম্বর তেহরানে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের সঙ্গে ইরাকের নিরাপত্তা বিষয় নিয়ে নতুভাবে আলোচনা করতে চায় তাহলে ইরানকে তার অনুরোধ জানানো উচিত।
বাকেরি বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরাকের একজন কর্মকর্তার মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ইরাক সম্পর্কে নতুনভাবে আলোচনার ইচ্ছা প্রকাশ করেছে। কিন্তু তা যথেষ্ট নয়। যুক্তরাষ্ট্রকে ইরানের দূতাবাসের কাছে সরাসরি এই অনুরোধ জানাতে হবে।
ইরাকের পররাষ্ট্রমন্ত্রী হোশিয়ার জেবারি একই দিন ইরান ও যুক্তরাষ্ট্রকে ইরাক সম্পর্কে যথা শিগগির সম্ভব নতুনভাবে আলোচনার তাগিদ দিয়েছেন।
ইরাকে মার্কিন বাহিনী ৯ নভেম্বর জানিয়েছে, তারা আটককৃত ৯জন ইরানীকে মুক্তি দিয়েছে। এটা ইরানের প্রতি তাদের বন্ধুত্বের প্রতীক। পক্ষান্তরে যুক্তরাষ্ট্র ইরানের উপর নিষেদ্ধাজ্ঞা আরো জোরদার করেছে। মার্কিন প্রেসিডেন্ট বুশ যুক্তরাষ্ট্রে ইরান সরকারের অর্থ আটক রাখার মেয়াদ আরো এক বছরের জন্য বৃদ্ধি করেছে। (ইয়াং ওয়েই মিং)
|