v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-11-09 20:02:14    
চীনের অষ্টম শিল্পকলা উত্সব সংস্কৃতি সমৃদ্ধ করার এক চমত্কার মঞ্চ

cri

    চীনের অষ্টম শিল্পকলা উত্সব চীনের উহান শহরে অনুষ্ঠিত হচ্ছে। "অগ্রগতির সংস্কৃতি সমৃদ্ধ করো, সুষম সংস্কৃতি গড়ে তোলো" শিরোনামে শিল্পকলা উত্সবটি ১৬ দিন ধরে চলবে । উত্সব চলাকালে চীনের মঞ্চ শিল্পের সর্বোচ্চ পুরস্কার--চীনা সাংস্কৃতিক পুরস্কার ঘোষণা করা হবে । তাছাড়া বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠান , সাংস্কৃতিক ফোরাম , সাস্কৃতিক প্রকল্প সম্প্রসারণ সহ নানা কার্যক্রম চীনের সাংস্কৃতির সমৃদ্ধি ও উন্নয়ন তরান্বিত করার জন্য এই উত্সবচমত্কার একটি মঞ্চ ।

    চীনের অষ্টম শিল্পকলা উত্সব ৫ নভেম্বর চীনের হুপেই প্রদেশের রাজধানী উহান শহরে শুরু হয়েছে । হুপেই প্রদেশের ৬টি শহরেও শিল্পকলা উত্সবে সাংস্কৃতিক অনুষ্ঠানপরিবেশন করা হয় । এবারের শিল্পকলা উত্সবটি আগের যে কোনোটির চেয়ে বড়।

    উত্সব চলাকালে দেশ বিদেশের দশ হাজারেরও বেশি দর্শকশতাধিকসাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন । অষ্টম শিল্পকলা উত্সবের উপ-মহাসচিব , হুপেই প্রদেশের সাংস্কৃতিক বিভাগের প্র্রধান তু চিয়েনকো জানান , এবারের উত্সবের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে সাম্প্রতিক কয়েক বছরে চীনের সংস্কৃতি ও শিল্পকলার সমৃদ্ধি ও উন্নয়নের সাফল্যের প্রতীক। উত্সবে যে সব অপেরা বা নাচগাণ পরিবেশিত হবে সেগুলোগোটা চীনে বিভিন্ন প্রতিযোগিতার মধ্য থেকে বাছাই করা । এগুলো বর্তমানচীনের মঞ্চ শিল্পকলারসর্বোচ্চ ও নতুনতম সাফল্যের পরিচায়ক ।

    " অগ্রগতির সংস্কৃতি সমৃদ্ধ করো এবং সুষম সংস্কৃতি গড়ে তোলো" শিরোনামেই চীনের অষ্টম শিল্পকলা উত্সবের প্রধান লক্ষ্যটি প্রতিযোগিতা হয়েছে । পেশাদার অপেরা দল পরিবেশিত ৫৪টি অপেরা চীনের মঞ্চ শিল্পকলার সর্বোচ্চ পুরস্কার" চীনা সংস্কৃতি পুরস্কারোর" জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে । লোকশিল্পীদল ও ব্যক্তিদের রচনা করা নাচ , অপেরা এবং আঁকা ছবি ও হস্তলিপি "তারকা" নামক পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে । বিদেশের শিল্পীদলও এই উত্সবে তাদের নৈপুন্যদেখাবেন ।

    ১৯৮৭ সাল থেকে এ পর্যন্ত চীনের শিল্পকলা উত্সব পরপর পেইচিং , পশ্চিমের ইউয়ুনান , কানসু , সিছুয়ান ওপূর্বাঞ্চলের চিয়াংসু ও চেচিয়াং প্রদেশে অনুষ্ঠিত হয়। এটা যেমন শুধু শ্রেষ্ঠ শিল্পীদের নৈপুন্য দেখানোর মঞ্চ তেমনি স্থানীয় অঞ্চলের সাংস্কৃতিক ব্যবস্থা নির্মাণকে জোরদারও করে ।

    চীনের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের শিল্পকলা বিভাগের প্রধান ইয়ু পিং বেশ কয়েকটি সাংস্কৃতিক উত্সবের প্রস্তুতিমূলক কাজে অংশ নিয়েছিলোন । তিনি মনে করেন , চীনের সংস্কৃতি উন্নয়নে শিল্পকলা উত্সবের ভূমিকা আরও বাড়বে ।

    তিনি বলেন, চীনের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শিল্পকলাউত্সবের মাধ্যমে চিয়াংসু , চেচিয়াং ও হুপেই এই তিনটি প্রদেশের থিয়েটারগুলোর নির্মাণ জোরদার হয়েছে এবং মানও অনেক উন্নত হয়েছে । এর পাশাপাশি বিভিন্ন প্রদেশ যেমন চেচিয়াং প্রদেশ অপেরা রচনার কাজকে খুবই গুরুত্ব দেয় । আমরা আশা করি , পরবর্তীকালেহুপেই প্রদেশ মঞ্চ নাটক রচনার ব্যাপারে আরও বেশি সাফল্য অর্জন করবে ।

    এই উত্সব চীনের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত একটি বৃহত্তম এবং দেশের সর্বোচ্চ শিল্পকলা উত্সব । তিন বছরে একবার করে উত্সবটি হয় । চলমান শিল্পকলা উত্সবটি ২০ নভেম্বর শেষ হবে । ২০১০ সালে দক্ষিণ চীনের কুয়াংচৌ শহরে নবম শিল্পকলা উত্সব অনুষ্ঠিত হবে । ---চুং শাওলি