বর্তমানে চীনের সিনচিয়াংয়ে গ্রামে সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলার কাজ চলছে। এর লক্ষ্য হচ্ছে বিভিন্ন জাতির সংস্কৃতির অভিন্ন সুষম উন্নয়ন ত্বরান্বিত করা যায়।
সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের সংস্কৃতি ব্যুরোর উপপরিচালক হান চি ইয়ুং বলেছেন, ২০০৫ সাল থেকে চীন সিনচিয়াংয়ে ১৬ কোটি ইউয়ান দিয়ে গ্রামের চার শোটি কল্যাণ সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করেছে।
জানা গেছে, পরবর্তী তিন বছরে আরো পাঁচ শোটি কল্যাণ সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা হবে। তখন সিনচিয়াংয়ের সকল গ্রামে কল্যাণ সাংস্কৃতিক কেন্দ্র থাকবে।
|