v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-11-09 19:47:18    
জনসাধারণের চাহিদা পূরণ করা আমার দায়িত্বঃ সিনচিয়াংয়ের একটি কমিউনিটির আবাসিক কমিটির প্রধান সিং কুইসিয়াংয়ের গল্প

cri
    যিনি কথা বলছেন তিনিই সিনচিয়াং হুই জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলের কুললা শহরের থিয়েনশান সড়কের তিয়েনলি কমিউনিটির আবাসিক কমিটির প্রধান । তার নাম সিং কুইসিয়াং । চীনে আবাসিক কমিটি হচ্ছেসবচেয়ে নিম্নতম সরকারী সংস্থা । সারা চীনে প্রায় ৮০ হাজার আবাসিক কমিটি আছে । কমিউনিটি নাগরিকদের পাব্লিক কাজকর্ম এবং কল্যাণমূলক বিষয় পরিচালনা করা আবাসিক কমিটির দায়িত্ব । যেমন নাগরিকদের মধ্যে সংঘর্ষ নিষ্পত্তি করা, পুলিশকে সামাজিক নিরাপত্তা রক্ষা করতে সহযোগিতা করা সহ বিভিন্ন কাজ । ১২ বছর ধরে সিং কুইসিয়াং জনসাধারণের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত ছোটোখাটো কাজে নিয়োজিত আছেন । তিনি নিজের অক্লান্ত প্রচেষ্টা ও আন্তরিকতা দিয়ে জনসাধারণের আস্থা পেয়েছেন । কেন তিনি এই কাজ বেছে নিয়েছেন সে সম্পর্কে সিং কুইসিয়াং হেসে হেসে বলেন, কমিউনিটি সম্পর্কে আমার জ্ঞানসীমিত । আমি চেষ্টা করার মনোভাব নিয়ে এই কাজ বেছে নিয়েছি । নাগরিকদের সেবার কাজটা মন্দ নয় ।

    ১৯৯৫ সালে সিং কুইসিয়াং থিয়েন শান রাস্তার তিয়েনলি কমিউনিটির আবাসিক কমিটির প্রধানপদে নিযুক্ত হন । সে সময় তিনি মাসে মাত্র ২০০ ইউয়ান বেতন পেতেন । তিনি ২০ বর্গমিটারেরও চেয়ে ছোটো একটি ভাড়া বাড়িতে কাজ করতেন । এই কক্ষেমাত্র একটি পুরনো টেবিল ও একটি চেয়ার ছিল । এমন একটি কক্ষেওতিনি বেশি দিন থাকতে পারলেন না । বাড়িওয়ালা নানা অজুহাতে বাড়িটা ফিরিয়ে নিয়ে গেলেন । অফিস হারানোর জন্য সিং কুইসিয়াংয়ের দুঃখ হয় । আমার খুব দুঃখ লেগেছে । আমি কেঁদেছি । আমি ভাবতে পারিনি , এত বেশি ঝামেলার সম্মুখীন হতে হবে ।

    অসুবিধার কারণে সিং কুইসিয়াং কেঁদেছিলেন । তবে তার জিদ আরও বেড়েছে। অফিস না থাকলে আমি বারান্দায় কাজ করব। আমি ভালভাবে কাজ করব ।

    তিয়েনলি কমিউনিটির নাগরিকদের মধ্যে অনেকেই কর্মচ্যুত হয়েছেন । অনেকে আর্থিক অসুবিধার সম্মুখীন হয়েছেন । সিং কুইসিয়াং মনে করেন , সুষম সমাজ গড়ে তুলতে হলে সর্বপ্রথমে সুষম কমিউনিটি গড়ে তুলতে হবে । নাগরিকরা যাতে স্থিতিশীল পরিবেশে জীবনযাপন করতে পারেন তার জন্য বুনিয়াদী সংস্থাকে ভালভাবে কাজ করতে হবে । বুনিয়াদী সংস্থার প্রধান হিসেবে সিং কুইসিয়াং তার নেতৃত্বাধীন প্রতিটি আবাসিক এলাকার প্রতিটি অট্টালিকায় গিয়ে দরিদ্র পরিবার দেখতে এবং কর্মচ্যুত শ্রমিকদের কী প্রয়োজন তা জানতে যান । তিনি মনে করেন , শুধু নিম্নতমজীবনের নিশ্চয়তা ব্যবস্থার উপর নির্ভরশীল হওয়া উচিত নয় । কমিউনিটিকে পুনরায় তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে ।

    সিং কুইসিয়াং স্থানীয় সরকারের সমর্থন ও সাহায্যে কর্মচ্যুত শ্রমিকদের প্রশিক্ষণ দেয়ার কোর্স খুলেন । প্রশিক্ষণ কোর্সে কর্মচ্যুত শ্রমিক এবং শহরে আসা গ্রামীণ শ্রমিকরা বিনাপয়সায় প্রশিক্ষণ নিতে পারেন ।

    প্রতি বছর এই প্রশিক্ষণ কোর্সে নিজ কমিউনিটি এবং আশেপাশে কমিউনিটির ৪০০-৫০০জন কর্মচ্যুত শ্রমিক এবং গ্রামীণ শ্রমিক বিনাখরচে প্রশিক্ষণপ্রাপ্ত হন এবং কর্মসংস্থানের তথ্য পান । এদের মধ্যে বেশির ভাগ লোকেরপুনরায় কর্মসংস্থান হয়েছে। কমিউনিটির এই প্রশিক্ষণ কোর্সকে উত্সাহ দেয়ার জন্য কুললা শহরের সরকার কমিউনিটিকে কিছু ভর্তুকি দেয় ।

    সিং কুইসিয়াংয়ের কাজ আবাসিক এলাকার সকলের প্রশংসা লাভ করে । এ সম্পর্কে সিং কুইসিয়াং বলেন , এত বেশি লোকের প্রশংসা লাভ করে আমি মুগ্ধ হয়েছি । কমিউনিটির নাগরিকদের যত্ন ও সমর্থনের তুলনায় আমার কষ্ট ও অসুবিধা খুব কম।

    সরকার কমিউনিটির নির্মাণ জোরদার করার সঙ্গেসঙ্গে সিং কুইসিয়াং কাজ সম্পর্কে নিজের চিন্তাধারাকে আরও উন্মুক্ত করেছেন । এ সম্পর্কে তিনি বলেন, আমার ধারণাকে আরোএগিয়ে নিয়ে যেতে হবে । জনসাধারণ যা ভাবছেন তার আগেই আমাকে ভাবতে হবে । নাগরিকরা যা ভাবেননি তা আমাকে ভাবতে হবে ।

    তিয়েনলি কমিউনিটিতে প্রায় ২০০ ব্যক্তিগত শিল্পপ্রতিষ্ঠান আছে । সিং কুইসিয়াং সর্বপ্রথমে কমিউনিটিতে বেসরকারী মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে পার্টির যৌথ মিটিং-এর ব্যবস্থা এবং ব্যক্তিগত শিল্পপ্রতিষ্ঠানের মধ্য থেকে শ্রেষ্ঠ পার্টি সদস্য নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন । এ সম্পর্কে সিং কুইসিয়াং বলেন , চীনা কমিউনিষ্ট পার্টির সদস্য এই পতাকা সাধারণ মানুষের সামনে তুলে ধরতে হবে ।

    ব্যক্তিগত শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে শ্রেষ্ঠ পার্টি সদস্যরা জনসাধারণের প্রশংসা লাভ করেছে । জনসাধারণের তদারকীতে ব্যবসা করা তাদের বিশ্বস্ততার প্রতীকে পরিণত হয়েছে । অনেক ব্যক্তিগত শিল্পপতিরা সিং কুইসিয়াংয়ের কাছে পার্টি সদস্য হওয়ার এবং সকলের তদারক গ্রহণের আবেদন দাখিল করেন । এখন বেশ কয়েকজন ব্যক্তিগত ব্যবসায়ী বা বেসরকারী মালিকানাধীন শিল্পপতি চীনা কমিউনিষ্ট পার্টি সদস্য হওয়ার জন্য আবেদন করেছেন । তারা সক্রিয়ভাবে কমিউনিটির গঠনে অংশ নিয়েছেন,কর্মচ্যুত শ্রমিকদের সাহায্য করার জন্য চাঁদা সংগ্রহ করেছেন বা সামগ্রী দান করেছেন ।

    সিং কুইসিয়াংয়ের আন্তরিকতা কমিউনিটির সকলকে মুগ্ধ করেছে । যে ইউনিট সিং কুইসিয়াংয়ের আবাসিক কমিটিকে বাড়ি ভাড়া দিয়েছিল এবং নানা অজুহাতে ভাড়া বাড়ি ফিরিয়ে নিয়েছিল সেই ইউনিট বিনাখরচে কমিউনিটিকে ৭৮০ বর্গমিটারের একটি বড় বাড়ি ব্যবহার করতে দিয়েছে । তাছাড়া কমিউনিটির জন্য পানির খরচ, বিদ্যুতের খরচ এবং হিটিংয়ের খরচও বাদ দিয়েছে । এথেকে সিং কুইসিয়াং পার্টির ক্যাডার হিসেবে নিজের দায়িত্বের গুরুত্ব অনুভব করেছেন । তিনি বলেন , জনসাধারণের চাহিদা পূরণ করা আমার দায়িত্ব । যত করতে পারি এবং যতই প্রচেষ্টা করতে পারি ততই ভাল হয় । সুষম সমাজ আর দূর নয় ।

    থিয়েনশান রাস্তার তিয়েনলি কমিউনিটি এখন একটি বিখ্যাত ও অগ্রণী কমিউনিটি হলেও কমিউনিটির জন্য সিং কুইসিয়াং এখনো প্রচেষ্টা চালাচ্ছেন।