৯ নভেম্বর পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান, সাবেক প্রধামন্ত্রী বেনজির ভুট্টোকে গৃহবন্দী করা হয়েছে । প্রত্যাহারের দাবিতে ৮ নভেম্বর থেকে বেনজিরের পদযাত্রা ঠেকানোর জন্য বিপুল পুলিশ তার ইসলামাবাদের বাড়ি ঘিরে রেখেছে ।
জানা গেছে, প্রায় ৫০০ পুলিশ ভুট্টোর বাড়ির চারপাশে মোতায়েন করা হয়েছে । তবে সেখানকার পরিস্থিতি এখন শান্ত । পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, বেনজির ভুট্টোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাঁর বাড়ির চারপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে । পিপিপি'র একজন নেতা বলেন, পুলিশ ভুট্টোকে গৃহবন্দী করেছে এবং যে কোনো ব্যক্তিকে তার বাড়িতে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ।
পিপিপি সমর্থকদের রাওয়ালপিন্ডি থেকে প্রতিবাদে পদযাত্রা শুরুর কথা রয়েছে ।
(ছাও ইয়ান হুয়া)
|