বিষাক্তগ্রীণ হাউস গ্যাসনিঃসরণ কমাতে চীনের পদক্ষেপবিষাক্তগ্রীণ হাউস গ্যাসনিঃসরণ কমাতে চীনের পদক্ষেপবিষাক্তগ্রীণ হাউস গ্যাসনিঃসরণ কমাতে চীনের পদক্ষেপ
cri
বিশ্বজুড়ে জলবায়ুর পরিবর্তন সক্রিয়ভাবে মোকাবেলার লক্ষ্যেবিষাক্ত গ্রীণ হাউস গ্যাস নিঃসরণ কমানোর জন্যে চীন সরকার ধারাবাহিক পদক্ষেপ নেবে। চীনের অর্থ মন্ত্রী শিয়ে শুয়ে রেন ৯ই নভেম্বর এ কথা বলেছেন। ৯ই নভেম্বর চীনের বিশুদ্ধ উন্নয়ন কাঠামো তহবিলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, প্রযুক্তির উন্নয়ন এগিয়ে নিতে জ্বালানী প্রয়োগহার বেড়ে যাওয়ায় চীন উত্পাদন শিল্প সংক্রান্ত নীতি কার্যকর করবে। তা ছাড়া, জ্বালানীর কাঠামো উন্নত করার জন্যে নিম্ন কার্বন জ্বালানী ও পুনব্যর্বহারযোগ্য জ্বালানী সম্পদ উন্নয়ন করতে হবে। এর পাশাপাশি, গাছপালা লাগানো, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ জোরদার করা এবং পরিবার পরিকল্পনার মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধি কমানোর ব্যাপারে চীন যথাসাধ্যচেষ্টা চালিয়ে যাবে।
|
|