নিকটপ্রাচ্য বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ওয়েলস ৮ নভেম্বর কংগ্রেসে বলেছেন, সিরিয়া সেদেশে অবস্থানরত ইরাকী শরণার্থীরকে যুক্তরাষ্ট্রে চাকরি করতে দেয়ার অনুমতি দেয়ার জন্য মার্কিন কর্মকর্তাদেরকে ভিসা দিতে রাজি হয়েছে।
তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জেমস ফোলি এবং ভূ-সম্পদ নিরাপত্তা মন্ত্রণালয়ের কর্মকর্তা লোরি স্কিয়ালাবা গত মাসের শেষ দিকে সিরিয়া সফর করেন। এই সফর সিরিয়ার সম্মতি পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
তিনি আরো বলেন, সিরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের ভূ-সম্পদ নিরাপত্তা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ভিসা দিতে রাজি হয়েছে। পরবর্তী কয়েক সপ্তাহে সংশ্লিষ্ট কর্মকর্তারা সিরিয়ায় ইরাকী শরণার্থী শিবিরে গিয়ে তাদেরকে যুক্তরাষ্ট্রে চাকরি করতে দেয়ার ব্যাপারে কার্যক্রম শুরু করবে।
|